1. Question:একটি দ্রব্য ৯% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরও ৯০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৯% লাভ হতো। দ্রব্যটির আরও ক্রয়মূল্যের সমপরিমাণ টাকা বার্ষিক ১০.৫০% মুনাফায় ২ বছরের জন্য ব্যাংকে জমা রাখা হলো। ক. ৯% সরল মুনাফায় ৯০০ টাকার ৩ বছরের মুনাফা নির্ণয় কর। খ. দ্রব্যটির ক্রয় কত টাকা? গ. চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। 

    Answer
    ক. এখানে মূলধন, p = ৯০০ টাকা
    
        মুনাফার হার r = ৯% = `৯/(১০০)`
    
        সময় n = ৩ বছর
    
        আমরা জানি, সরল মুনাফা I = prn
    
        = `৯০০ xx ৯/(১০০) xx ৩` টাকা
    
        = ২৪৩ টাকা
    
        উত্তর: ২৪৩ টাকা
    
    
      খ. দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে, ৯% ক্ষতিতে 
    
          বিক্রয়মূল্য (১০০ - ৯) টাকা বা ৯১ টাকা
    
          আবার, ক্রয়মূল্য ১০০ টাকা হলে, ৯% লাভে বিক্রয়মূল্য
    
          (১০০ + ৯) টাকা বা ১০৯ টাকা
    
        :. বিক্রয়মূল্য বেশি হয় (১০৯ - ৯১) টাকা বা ১৮ টাকা
    
        বিক্রয়মূল্য ১৮ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
    
     :. বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য `(১০০)/(১৮)` টাকা
    
     :.  বিক্রয়মূল্য ৯০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য `(১০০ xx ৯০০)/(৯০০)` টাকা
    
               = ৫০০০ টাকা
    
      :. দ্রব্যটির ক্রয়মূল্য ৫০০০ টাকা।
    
        উত্তর: ৫০০০ টাকা
    
    
      গ. এখানে,
    
         মূল্যধন p = ৫০০০ টাকা
    
         মুনাফার হার r = `১০.৫০% = (১০.৫০)/(১০০)`
    
         সময় n = ২ বছর
    
       :. সবৃদ্ধিমূল্য C = `p(১ + r)^n`
    
          = `৫০০০ (১ + (১০.৫০)/(১০০))^২` টাকা
    
          = `৫০০০ xx ((১১০.৫০)/(১০০))^২` টাকা
    
          = `৫০০০ xx (১১.৫০)/(১০০) xx (১১.৫০)/(১০০)` টাকা
    
          = ৬১০৫.১২৫ টাকা
    
          :. চক্রবৃদ্ধি মুনাফা C - P
    
          = (৬১০৫.১২৫ - ৫০০০) টাকা
    
          = ১১০৫.১২৫ টাকা
    
         উত্তর: ১১০৫.১২৫ টাকা






    1. Report
  2. Question:তানিম সাহেব ১০% মুনাফায় ৫০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। ক. ৩ বছরের সরল মুনাফা কত? খ. ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। গ. একই হারে মুনাফায় কত বছরে উক্ত আসর মুনাফা আসলে তিনগুণ হবে? 

    Answer
    ক. দেওয়া আছে, মূলধন p = ৫০০০ টাকা
    
       সময় n = ৩ বছর
    
       মুনাফার হার r = ১০% = `(১০)/(১০০) = ১/(১০)`
    
      :. সরল মুনাফা, I = prn
    
       = `৫০০০ xx ১/(১০) xx ৩` টাকা
    
       = ১৫০০ টাকা
    
       উত্তর: ১৫০০ টাকা
    
    
      খ. ‘ক’ থেকে পাই, 
    
          সরল মুনাফা r = ১৫০০ টাকা
    
          আমরা জানি, C = `p(১ + r)^n`
    
         এখানে মূলধন p = ৫০০০ টাকা
    
          সময় n = ৩ বছর
    
          মুনাফার হার r = ১০% = `(১০)/(১০০) = ১/(১০)`
    
          সৃবৃদ্ধিমূল C = ?
    
          :. = `৫০০০ (১ + ১/(১০))^৩`  টাকা
    
          = `৫০০০ xx ((১০ + ১)/(১০))^৩`  টাকা
    
          = `৫০০০ xx ((১১)/(১০))^৩` টাকা
    
          = `৫০০০ xx (১১)/(১০) xx (১১)/(১০) xx (১১)/(১০)` টাকা
    
          = ১৬৫৫ টাকা
    
          আবার, 
          :. সরল মুনাফা = সৃবৃদ্ধিমূল - মূলধন
    
             = C - P
    
             = (৬৬৫৫ - ৫০০০) টাকা
    
             = ১৬৫৫ টাকা
    
         :. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য (১৬৫৫ - ১৫০০) টাকা = ১৫৫ টাকা
    
         উত্তর: ১৫৫ টাকা।
    
    
       গ. দেওয়া আছে, 
           আসল, p = ৫০০০ টাকা
    
          :. মুনাফা-আসল A = `(৫০০০ xx ৩)` টাকা
    
           = ১৫০০ টাকা
    
           মুনাফার হার r = ১০%
    
           = `(১০)/(১০০) = ১/(১০)`
    
           ধরি, সময় = n বছর
    
            আমরা জানি, মুনাফা-আসল A = I + P
    
            বা, A = prn + p
    
            বা, prn = A - P
    
            বা, n = `(A - P)/(pr)`
    
            বা, n = `(১৫০০ - ৫০০০)/(৫০০০ xx ১/(১০))`
    
            বা, n `= (১০০০০)/(৫০০)`
    
            :. = ২০
    
            :. সময় ২০ বছর
    
            উত্তর: ২০ বছর।






    1. Report
  3. Question:কোনো আসল ৪ বছরে মুনাফা-আসলে ৩২০০ টাকা এবং ৭ বছরে মুনাফা-আসলে ৩৭২৫ টাকা হয়। ক. ৩ বছরের মুনাফা নির্ণয় কর। খ. মুনাফার হার নির্ণয় কর। গ. উক্ত হারে ৩০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় কর। 

    Answer
    ক. আসল + ৭ বছরের মুনাফা = ৩৭২৫ টাকা
    
             আসল + ৪ বছরের মুনাফা = ৩২০০ টাকা
           ---------------------------------------
      ‍     বিয়োগ করে ৩ বছরের মুনাফা = ৫২৫ টাকা
    
            উত্তর: ৫২৫ টাকা
    
     খ. ‘ক’ থেকে পাই,
    
        ৩ বছরের মুনাফা = ৫২৫ টাকা
    
       :. ১ বছরের মুনাফা = `(৫২৫)/৩` টাকা
    
      :. ৪ বছরের মুনাফা = `(৫২৫ xx ৪)/৩`  টাকা
    
                           = ৭০০ টাকা
    
      :. আসল = মুনাফা-আসল-মুনাফা
    
                = (৩২০০ - ৭০০) টাকা
    
                = ২৫০০ টাকা
    
      ২৫০০ টাকার ৪ বছরের মুনাফা ৭০০ টাকা
    
      :. ১ টাকার ১ বছরের মুনাফা `(৭০০)/(২৫০০ xx ৪)` টাকা
    
      :. ১০০ টাকার ১ বছরের মুনাফা `(৭০০ xx ১০০)/(২৫০০ xx ৪) `টাকা
    
                                      = ৭ টাকা
    
      :. মুনাফার হার ৭%
    
       উত্তর: ৭%।
    
    
      গ. ‘খ’ থেকে পাই, মুনাফার হার r = `৭% = ৭/(১০০)`
    
         দেওয়া আছে, মূলধন p = ৩০০০ টাকা
    
            সময় n = ৩ বছর
    
         আমরা জানি,
    
          সরল মুনাফা I = prn
    
          = `৩০০০ xx ৭/(১০০) xx ৩` টাকা
    
          = ৬৩০ টাকা
    
         আবার, 
    
           চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সৃবৃদ্ধিমূল 
    
           C = `p(১ + r)^n`
    
             = `৩০০০ (১ + ৭/(১০০))^৩` টাকা
    
             = `৩০০০ xx ((১০৭)/(১০০))^৩` টাকা
    
             = `৩০০০ xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০)` টাকা
    
             = ৩৬৭৫.১২৯ টাকা
    
        :. চক্রবৃদ্ধি মুনাফা C - P
    
          = (৩৬৭৫.১২৯ - ৩০০০) টাকা
    
          = ৬৭৫.১২৯ টাকা
    
        :. চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য
    
                (৬৭৫.১২৯ - ৬৩০) টাকা
    
                = ৪৫.১২৯ টাকা
    
           উত্তর: ৪৫.১২৯ টাকা।






    1. Report
  4. Question:সারোয়ার সাহেব বার্ষিক ১০% মুনাফায় ২ বছরের জন্য ১৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ক. ১, ৪, ১০, ২২, ৪৬.............এর পরবর্তী দুইটি সংখ্যা কত? খ. মুনাফা-আসল নির্ণয় কর। গ. চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় কর। 

    Answer
    ক. প্রদত্ত তালিকা: ১, ৪, ১০, ২২, ৪৬............
    
       তালিকার সংখ্যাগুলো ১, ৪, ১০, ২২, ৪৬.............
    
       পার্থক্য:  ৩, ৬, ১২, ২৪
    
       লক্ষ করি, প্রতিবার পার্থক্য পূর্ববতী পার্থক্যের দ্বিগুণ হচ্ছে।
    
       অতএব, পরবতী সংখ্যা দুইটি হবে `৪৬ + ২৪ xx ২ = ৯৪ ও ৯৪ + ৪৮ xx ২ = ১৯০`
    
       উত্তর: ৯৮ ও ১৯০।
    
      
      খ. দেওয়া আছে, আসল p = ১৫০০ টাকা
    
          মুনাফার হার r = `১০% = (১০)/(১০০)`
    
          সময় n = ২ বছর
    
          আমরা জানি,
    
          I = prn
    
          অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
          :. মুনাফা = `(১৫০০ xx (১০)/(১০০) xx ২ )` টাকা
    
                    = ৩০০ টাকা
    
          :. মুনাফা - আসল = আসল + মুনাফা
    
            = (১৫০০ + ৩০০) টাকা
    
            = ১৮০০ টাকা
    
           উত্তর: ১৮০০ টাকা।
    
    
      গ. ‘ক’ থেকে পাই,
    
           সরল মুনাফা = ৩০০ টাকা
    
          আবার, সবৃদ্ধিমূল C =`p (১ + r)^n`
    
                              =` ১৫০০ (১ + (১১০)/(১০০))^২` টাকা
    
                              =` ১৫০০ xx ((১১০)/(১০০))^২` টাকা
    
                              = `১৫০০ xx (১১)/(১০) xx (১১)/(১০)` টাকা
    
                              = `১৫০০ xx (১১)/(১০)` টাকা
    
                              = ১৮১৫ টাকা
    
                :. চক্রবৃদ্ধি মুনাফা = C - P
    
                          = (১৮১৫ - ১৫০০) টাকা
    
                          = ৩১৫ টাকা
    
              :. চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য
    
                          (৩১৫ - ৩০০) টাকা
    
                         = ১৫ টাকা
    
                 উত্তর: ১৫ টাকা।






    1. Report
  5. Question:জনাব শফিক বার্ষিক ৭% মুনাফায় ৩০.০০০ টাকা একটি ব্যাংকে জমা রাখলেন। ক. তার ৫ বছরের সরল মুনাফা নির্ণয় কর। খ. উক্ত টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় কর। গ. ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। 

    Answer
    ক. দেওয়া আছে, মূলধন p = ৩০,০০০ টাকা
    
        মুনাফার হার r = `৭% = ৭/(১০)`
    
        সময় n = ৫ বছর
    
        আমরা জানি, সরল মুনাফা I = prn
    
       = `৩০০০০ xx ৭/(১০) xx ৫` টাকা
    
       = ১০,৫০০ টাকা
    
       উত্তর: ১০,৫০০ টাকা।
    
     
      খ. মূলধন p = ৩০,০০০ টাকা
    
         সময় n = ২ বছর
    
        মুনাফার হার r = `৭% = ৭/(১০০)`
    
        সবৃদ্ধিমূল C = ?
    
        আমরা জানি,  
    
          C =`p (১ + r)^n`
    
             = `৩০০০ (১ + ৭/(১০০))^২` টাকা
    
             = `৩০০০ xx ((১০৭)/(১০০))^২` টাকা
    
             = `৩০০০ xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০)` টাকা
    
             = ৩৪৩৪৭ টাকা
    
           উত্তর: ৩৪৩৪৭ টাকা।
    
    
      গ. দেওয়া আছে, মূলধন p = ৩০০০০ টাকা
    
          মুনাফার হার r = `৭% = ৭/(১০০)`
    
          সময় n = ৩ বছর
    
          আমরা জানি, সরল মুনাফা I = prn
    
          = `৩০০০০ xx ৭/(১০০) xx ৩` টাকা
    
          = ৬৩০০ টাকা
    
         আবার, 
    
           সবৃদ্ধিমূল C =` p (১ + r)^n`
    
                      = `৩০০০০ (১ + ৭/(১০০))^৩` টাকা
    
                      = `৩০০০০ xx ((১০৭)/(১০০))^৩` টাকা
    
                      =` ৩০০০০ xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০)` টাকা
    
                      = ৩৬৭৫১.২৯ টাকা
    
        :. চকৃবৃদ্ধি মুনাফা = C - P
    
                           = (৩৬৭৫১.২৯ - ৩০০০০) টাকা
    
                           = ৬৭৫১.২৯ টাকা
    
       :. চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 
    
                   (৬৭৫১.২৯ - ৬৩০০) টাকা
    
                  = ৪৫১২৯ টাকা
    
           উত্তর: ৪৫১২৯ টাকা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd