1. Question:কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলে `৩/৮` অংশ। ক.আসল কত? খ. মুনাফার হার নির্ণয় কর। গ. কত বছরে মুনাফা, আসলের` ১ ১/২` গুণ হবে? 

    Answer
    ক. আমরা জানি,
    
       আসল + মুনাফা = মুনাফা-আসল
    
       অর্থাৎ p + I = A
    
        বা, `p + ৩/৮ p = A`
    
        বা, `(১ + ৩/৮) p = A`
    
        বা, `((৮ + ৩)/৮) xx` আসল = মুনাফা-আসল
    
        বা, `(১১)/৮` আসল = ৫৫০০ টাকা
    
        বা, আসল =` ৫৫০০ xx (১১)/৮` টাকা = ৪০০০ টাকা
    
       উত্তর: আসল ৪০০0 টাকা।
    
     
      খ. ‘ক’ থেকে পাই, আসল p = ৪০০০ টাকা
    
          মুনাফা-আসল, A = ৫৫০০ টাকা
    
         :. মুনাফা, I = (৫৫০০ - ৪০০০) টাকা
    
                      = ১৫০০ টাকা
    
          সময় n = ৩ বছর
    
          আমরা জানি, I = prn
    
          বা, r = `I/(pn)`
    
          অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময়
    
          = `(১৫০০)/(৪০০০০ xx ৩)`
    
          = `১/৮`
    
          = `১/৮ xx ১০০% `
    
          = ১২.৫%
    
          মুনাফার হার = ১২.৫%
    
          উত্তর: ১২.৫%।
    
      গ. ‘ক’ হতে পাই, আসল = ৪০০০ টাকা
    
        :. মুনাফা = আসল `xx ১ ১/২`
    
        = `৪০০০ xx ৩/২` টাকা = ৬০০০ টাকা
    
        ‘খ’ থেকে পাই,
    
        মুনাফার হার = ১২.৫% = `(১২.৫)/(১০০)`
    
        মনে করি প্রয়োজনীয় সময় n বছর
    
        আমরা জানি, I = prn
    
        বা, n = `I/(pr)`
    
        অর্থা সময় = মুনাফা/আসল `xx` মুনাফার হার
    
        = `(৬০০০)/(৪০০০ xx (১২.৫)/(১০০))` বছর
    
        = `(৬০০০)/(৪০ xx ১২.৫)` বছর
    
        = ১২
    
          উত্তর: ১২ বছর।






    1. Report
  2. Question:কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৫০ লক্ষ। ঐ শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন। ক. জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার নির্ণয় কর। খ. ৩ বছর পরে ঐ শহরের জনসংখ্যা কত বৃদ্ধি পাবে? গ. জনসংখ্যা বৃদ্ধির হার অপরিবর্তিত থাকলে আরও ৩ বছর পরে ঐ শহরের লোকসংখ্যা কত হবে? 

    Answer
    ক. শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০।
    
       অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার
    
       r = `(৩০)/(১০০০)`
    
         = `৩/(১০০)`
    
        = ৩%
    
        উত্তর: ৩%।
    
    
      খ. শহরটির বর্তমান জনসংখ্যা = ৫০০০০০০
    
         জনসংখ্রা বৃদ্ধির হার r = ৩%  [’ক’ হতে প্রাপ্ত]
    
         সময় n = ৩ বছর
    
        আমরা জানি, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্বি মুনাফার সূত্র প্রযোজ্য।
    
         :. C = `p(১ + r)^n`
    
            = `৫০০০০০০ (১ + ৩/(১০০))^`
    
            = `৫০০০০০০ xx ((১০৩)/(১০০))^`
    
            =` ৫০০০০০০ xx (১০৩)/(১০০) xx (১০৩)/(১০০) xx (১০৩)/(১০০)`
    
            = ৫৪৬৩৬৩৫
    
           ৩ বছর পর শহরটির জনসংখ্যা হবে ৫৪৬৩৬৩৫
    
        :. ৩ বছর পর শহরটির জনসংখ্যা বৃদ্ধি পাবে
    
            (৫৪৬৩৬৩৫ - ৫০০০০০০) জন
    
           = ৪৬৩৬৩৫ জন
    
           উত্তর: ৪৬৩৬৩৫ জন।
    
     গ. এখানে,
    
         ৩ বছর পর শহরটি জনসংখ্যা হবে ৫৪৬৩৬৩৫
    
         জনসংখ্যা বৃদ্ধির হার r = `(৩০)/(১০০০০) = ৩/(১০০)`
    
         সময় n = ৩ বছর
    
        আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার 
    
        সূত্র প্রযোজ্য।
    
       :. C = `r (১ + )^n`
    
          = `৫৪৬৩৬৩৫ (১ + ৩/(১০০))^৩`
    
          = `৫৪৬৩৬৩৫xx  ((১০৩)/(১০০))^৩`
    
          = `৫৪৬৩৬৩৫ xx (১০৩)/(১০০) xx (১০৩)/(১০০) xx (১০৩)/(১০০)`
    
          = ৫৯৭০২৬১ জন
    
        সুতরাং আরও ৩ বছর পর শহরটির জনসংখ্যা হবে ৫৯৭০২৬১।
    
        উত্তর: ৫৯৭০২৬১।






    1. Report
  3. Question:কোনো শহরের বর্তমান লোকসংখ্যা ৫০ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন। ক. লোকসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত? খ. ৩ বছর পর ঐ শহরের লোকসংখ্যা বৃদ্ধি পেয়ে কত হবে? গ. ৫ বছর পর লোকসংখ্যা প্রাথমিক লোকসংখ্যা থেকে কতজন বৃদ্ধি পাবে? 

    Answer
    ক. এখানে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন 
    
      সুতরাং জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার = `(২৫ xx ১০০)/(১০০০) %` 
    
                                               = ২.৫%
    
    
     খ. শহরের বর্তমান লোকসংখ্যা p = ৫০০০০০০
    
         লোকসংখ্যা বৃদ্ধির হার r = `২.৫% = (২.৫)/(১০০)`
    
         সময় n = ৫ বছর
    
        চক্রবৃদ্ধি মুনাফার সূত্রানুসারে,
    
        C = `p(১ +r)^n`
    
       = `৫০০০০০০ (১ + (২.৫)/(১০০))^৩`
    
       = `৫০০০০০০ ((১০২.৫)/(১০০))^৩`
    
       = `৫০০০০০০ xx (১০২.৫ xx ১০২.৫ xx ১০২.৫)/(১০০ xx ১০০ xx ১০০)`
    
       = ৫৩৮৪৪৫৩
    
       অর্থাৎ ৩ বছর পর ঐ শহরের লোকসংখ্যা হবে ৫৩৮৪৪৫৩
    
         উত্তর: ৫৩৮৪৪৫৩ জন।
    
     
     গ. শহরের  বর্তমান লোকসংখ্যা p = ৫০০০০০০
    
        লোকসংখ্যা বৃদ্ধির হার r = `২.৫%  = (২.৫)/(১০০)`
    
        সময় n = ৫ বছর
    
        চকৃবৃদ্ধি মুনাফার সূত্রনুসারে
    
        :. `C = p(১ + r)^n`
    
        = `৫০০০০০০ (১ + (২.৫)/(১০০))^৫`
    
        = `৫০০০০০০ xx ((১০২.৫)/(১০০))^৫`
    
        = `৫০০০০০০ xx (১০২.৫ xx ১০২.৫ xx ১০২.৫ xx ১০২.৫ xx ১০২.৫)/(১০০ xx ১০০ xx ১০০ xx ১০০ xx ১০০)`
    
        = ৫৬৫৭০৪১
    
        সুতরাং ৫ বছর পর ঐ শহরের লোকসংখ্যা হবে ৫৬৫৭০৪১। তাহলে ৫ বছর পর লোকসংখ্যা প্রাথমিক লোকসংখ্যা
    
       থেকে বৃদ্ধি পাবে (৫৬৫৭০৪১ - ৫০০০০০০) জন
    
                        = ৬৫৭০৪১ জন
    
          উত্তর: ৬৫৭০৪১ জন।






    1. Report
  4. Question:একই হার মুনাফার কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা। ক. দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ নির্ণয় কর। খ. মূলধন ‍নির্ণয় কর। গ. দেখাও যে উভয়ক্ষেত্রে বার্ষিক মুনাফার হার একই। 

    Answer
    ক. একই বছরান্তে চকৃবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা
    
       এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা মূলধন ৬৭৬০ টাকা
    
      :. দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ
    
             = (৬৭৬০ - ৬৫০০) টাকা
    
             = ২৬০ টাকা
    
       উত্তর: ২৬০ টাকা
    
    
     খ. মনে করি, মূলধন টাকা এবং বার্ষিক মুনাফার হার 
    
        :. এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন `p = (১ + r/(১০০))` টাকা
    
       এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন =` p(১ + r/(১০০))^` টাকা
    
        প্রশ্নমতে, `p (১ + r/(১০০)) = ৬৫০০`
    
             বা, `১ + r/(১০০) = (৬৫০০)/p` ...............(i)
    
             এবং `p (১ + r/(১০০))^` = ৬৭৬০ 
    
              বা, `p((৬৫০০)/p)^` = ৬৭৬০
    
                        [ থেকে `(১ + r/(১০০))` এর মান বসিয়ে]
    
              বা, `p (৬৫০০ xx ৬৫০০)/p = ৬৭৬০`
    
              বা, `(৬৫০০ xx ৬৫০০)/p = ৬৭৬০`
    
              বা, `p xx ৬৭৬০ = ৬৫০০ xx ৬৫০০`
    
              বা, `p = (৬৫০০ xx ৬৫০০)/(৬৭৬০)`
    
               :. p = ৬২৫০
    
            :. মূলধন ৬২৫০ টাকা
    
         উত্তর: ৬২৫০ টাকা।






    1. Report
  5. Question:এক বছরান্তে চক্রবৃদ্ধি মূল ৬৫০ টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূল ৬৭৬ টাকা। ক. মুনাফার হার কত? খ. ১ বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। গ. দুই বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় কর। 

    Answer
    ক. মনে করি, মূলধন = p টাকা
    
        মুনাফার হার = r%
    
      :. n বছর পর চক্রবৃদ্ধি মূলধন = `p(১ + r/(১০০))^n`
    
       ;. ১ বছর পর চক্রবৃদ্ধি মূলধন = `p(১ + r/(১০০))^১`
    
                                      = `p(১ + r/(১০০))`  টাকা
    
      এবং ২ বছর পর চক্রবৃদ্ধি মূলধন = টাকা `p(১ + r/(১০০))^২`
    
      প্রশ্নমতে, `p(১ + r/(১০০))` = ৬৫০....................(i)
    
       এবং `p(১ + r/(১০০))^২` = ৬৭৬.....................(ii)
    
      (ii) নং কে (i) নং দ্বারা ভাগ করে পাই,
    
        ` (p(১ + r/(১০০)))/(p(১ + /(১০০))) = (৬৭৬)/(৬৫০)`
    
       বা, `(১ + r/(১০০)) = ১.০৪`
    
       বা, r = ১.০৪ - ১
    
            = ০.০৪
    
       :. r =` ০.০৪ xx ১০০%`
    
           = ৪%
    
        অর্থাৎ মুনাফার হার ৪%
    
       উত্তর: মুনাফার হার ৪%।
    
    
     খ. এখানে ‘ক’ হতে পাই,
    
         মুনাফার হার r = ৪%
    
                      = `৪/(১০০)`
    
                      =` ১/(২৫)`
    
                      = ০.০৪
    
       আবার, 
    
            ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C = p(১ + r) টাকা
    
            প্রশ্নমতে, p(১ + r) = ৬৫০
    
              বা, p = `(৬৫০)/(১ + ০.০৪)`
    
                  = `(৬৫০)/(১.০৪)`
    
                  = ৬২৫ 
    
         অতএব মূলধন = ৬২৫ টাকা।
    
        সুতরাং ১ বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা = C - p
    
                          = (৬৫০ - ৬২৫) টাকা
    
                          = ২৫ টাকা
    
        উত্তর: ২৫ টাকা।
    
     
     গ. এখানে, ‘খ’ হতে পাই, মূলধন p = ৬২৫ টাকা
    
        এবং মুনাফার r = ৪%
    
                      = `৪/(১০০)` 
    
                      = ০.০৪
    
         কিন্তু দুই বছরান্তে মুনাফা = (৬৭৬ - ৬২৫) টাকা
    
                                   = ৫১ টাকা
    
         আবার আমরা জানি, সরল মুনাফা I হলে, I = pnr
    
          সুতরাং দুই বছরান্তে সরল মুনাফা
    
          = মূলধন `xx` সময় `xx` মুনাফার হার
    
          = `৬২৫ xx ২ xx ০.০৪` টাকা
    
          = ৫০ টাকা
    
         :. দুই বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য
    
            = (৫১ - ৫০) টাকা
    
            = ১ টাকা
    
         উত্তর: ১ টাকা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd