1. Question:এক ব্যক্তি এক ঋণদান সংস্থা থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫০০০ টাকা ঋণ নিলেন। প্রতিবছর শেষে তিনি ২০০০ টাকা করে পরিশোধ করেন। ২য় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? 

    Answer
    এখানে আসল, p = ৫০০০ টাকা
    
     বার্ষিক মুনাফার হার r = ৮% =` ৮/(১০০)`
    
     আমরা জানি,
    
     n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন `C_n = p (১ + r)^n`
    
     :. ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন `C_1 = p (১ + r)`
    
         = `৫০০০ xx (১ + ৮/(১০০))` টাকা
    
         =` ৫০০০ xx (১ + ২/(২৫))` টাকা
    
         =` ৫০০০ xx (২৭)/(২৫)` টাকা
    
         = ৫৪০০ টাকা
    
         প্রথম কিস্তিতে শোধ করেন ২০০ টাকা
    
        :. অবশিষ্ট ঋণ = (৫৪০০ - ২০০০) টাকা
    
                        = ৩৪০০ টাকা
    
        :. সুতরাং ২য় বছরের প্রারস্ভিক মূলধন,
    
                     `p_1` = ৩৪০০ টাকা
    
       :. ২য় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন 
    
        `C_2 = P_1 `(১ + r)
    
                = `৩৪০০ (১ + ৮/(১০০))` টাকা
    
                = `৩৪০০ xx (১ + ২/(২৫))` টাকা
    
                = `৩৪০০ xx (২৭)/(২৫)` টাকা
    
                = ৩৬৭২ টাকা
    
         ২য় কিস্তিতে পরিশোধ করেন ২০০০ টাকা
    
        :. ২য় কিস্তিতে পরিশোধের পর অবশিষ্ট ঋণ
    
         = (৩৬৭২ - ২০০০) টাকা
    
         = ১৬৭২ টাকা
    
         উত্তর: ১৬৭২ টাকা।






    1. Report
  2. Question:একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে সবৃদ্ধিমূল ১৯৫০০ টাকা এবং দুই বছরান্তে সবৃদ্ধিমূল ২০২৮০ টাকা হল। ক. মুনাফা নির্ণয়ের সূত্র লিখ। খ. মূলধন নির্ণয় কর। গ. একই হারে উক্ত মূলধনের জন্য ৩ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। 

    Answer
    ক. শতকরা বার্ষিক r% মুনাফায় p টাকার n বছরের 
    
        মুনাফা I এবং চক্রবৃদ্ধি মূলধন C হলে,
    
        সরলমুনাফা, I = prn
    
       এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, C = p `(১ + r)^n`
    
       :. চক্রবৃদ্ধি মুনাফা = `p (১ + r)^n - p`
    
    
      খ. মনে করি মূলধন p টাকা এবং মুনাফার হার r%
    
        :. এক বছরান্তে চক্রবৃদ্ধি মূল 
    
        = `p(১ + r/(১০০))^১` টাকা
    
        = `p(১ + r/(১০০))^১` টাকা
    
        :.`p (১ + r/(১০০)) = ১৯৫০০`
    
        বা,` ১ + r/(১০০) = (১৯৫০০)/p` .............(i)
    
        আবার, দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূল = `p(১ + r/(১০০))^২` টাকা
    
        :. `p(১ + r/(১০০))^২` = ২০২৮০
    
        বা, `p((১৯৫০০)/p)^২` = ২০২৮০ [ (i) হতে]
    
        বা, `p(১৯৫০০ xx ১৯৫০০)/p^২` = ২০২৮০
    
        বা, ২০২৮০ p = `১৯৫০০ xx ১৯৫০০`
    
        বা, p = `(১৯৫০০ xx ১৯৫০০)/(২০২৮০)`
    
        :. p = ১৮৭৫০
    
        :. মূলধন = ১৮.৭৫০ টাকা।
    
    
      গ. ‘খ’ থেকে পাই, মূলধন p = ১৮৭৫০ টাকা
    
         এবং `p(১ + r/(১০০))` = ১৯৫০০
    
          বা, `১ + r/(১০০) = (১৯৫০০)/p`
    
          বা, `১ + r/(১০০) = (১৯৫০০)/(১৮৭৫০)` [:. = ১৮৭৫০ টাকা]
    
          বা, `r/(১০০) = (১৯৫০০)/(১৮৭৫০) - ১`
    
          বা, `r/(১০০) = (১৯৫০০ - ১৮৭৫০)/(১৮৭৫০)`
    
          বা, `r = (৭৫০ xx ১০০)/(১৮৭৫০)`
    
          বা, r = ৪
    
          :. = ৪%
    
          দেওয়া আছে, সময় n = ৩ বছর
    
          :. সরল মুনাফা, I = prn
    
           = `১৮৭৫০ xx ৪/(১০০) xx ৩` টাকা
    
           = ২২৫০ টাকা
    
       এবং চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধিমূল, 
    
       C = `p(১ + r/(১০০))^৩` টাকা 
    
          = `১৮৭৫০ (১ + ৪/(১০০))^৩` টাকা
    
          = `১৮৭৫০ ((১০০ + ৪)/(১০০))^৩` টাকা
    
          = `১৮৭৫০ ((১০৪)/(১০০))^৩` টাকা
    
          = `১৮৭৫০ xx (১০৪ xx ১০৪ xx ১০৪)/(১০০ xx ১০০ xx ১০০)` টাকা
    
          = ২১০৯১.২০ টাকা
    
         :. চক্রবৃদ্ধি মুনাফা = (c - p) টাকা
    
                            = (২১০৯১.২০ - ১৮৭৫০) টাকা
    
                            = ২৩৪১.২০ টাকা
    
         :. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য
    
          = (২৩৪১.২০ - ২২৫০) টাকা 
    
          = ৯১.২ টাকা
    
           উত্তর: ৯১.২ টাকা






    1. Report
  3. Question:শিপা বড়ুয়া কোনো ব্যাংকে ৩০০০ টাকা জমা রেখে ২ বছর পর মুনাফাসহ ৩৬০০ টাকা পেয়েছেন। ক. সরল মুনাফার হার নির্ণয় কর। খ. আরও ৩ বছর পর মুনাফা-আসল কত হবে? গ. ৩০০০ টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে ২ বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো? 

    Answer
    সমাধান:
    
    ক. দেওয়া আছে, মূলধন p = ৩০০০ টাকা
    
        সময় n = ২ বছর
    
        দুই বছরের মুনাফা-আসল A = ৩৬০০ টাকা
    
       :. ২ বছরের মুনাফা, I = (৩৬০০ - ৩০০০) টাকা
    
                               = ৬০০ টাকা
    
        মনে করি, বার্ষিক মুনাফার হার r%
    
        আমরা জানি,I = prn
    
        বা, ৬০০ =` ৩০০০ xx r/(১০০) xx ২`
    
        বা, ৬০০ = `৬০ xx r`
    
        বা, `r = (৬০০)/(৬০)`
    
        :. r = ১০
    
        :. মুনাফার হার ১০%
    
      খ. আরও ৩ বছর সময় বেশি হলে,
    
         সময় n = (২ + ৩) বছর বা ৫ বছর
    
        :. ৫ বছর পর মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
          = `৩০০০ xx (১০)/(১০০) xx ৫` টাকা
    
          = ১৫০০ টাকা
    
        :. ৫ বছর পর মুনাফা-আসল = আসল + মুনাফা
    
         = (৩০০০ + ১৫০০) টাকা
    
         = ৪৫০০ টাকা
    
        উত্তর: ৪৫০০ টাকা
    
    
      গ. চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে C = `p (১ + r)^n`
    
         এখানে মূলধন p = ৩০০০ টাকা
    
         সময় n = ২ বছর
    
         মুনাফার হার, r = ১০% 
    
         `= (১০)/(১০০) = ১/(১০)`
    
         :. চক্রবৃদ্ধি মূলধন 
    
         C = `৩০০০ (১ + ১/(১০))^২` টাকা
    
           = `৩০০০ xx (১১)/(১০) xx (১১)/(১০)` টাকা
    
           = ৩৬০০ টাকা
    
        :. চক্রবৃদ্ধি মূলধন ৩৬০০ টাকা।
    
         উত্তর: ৩৬০০ টাকা।






    1. Report
  4. Question:একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে ‍দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা আসলে ‍তিনগুণ হবে? 

    Answer
    সমাধান:
    
     মনে করি, আসল p টাকা
    
     এবং মুনাফার হার r%
    
     :. ৬ বছরের মুনাফা-আসল A = ২p টাকা
    
     :. ৬ বছরের মুনাফা I = (২p - p ) টাকা
    
                            = p টাকা
    
     সময় n = ?
    
     আমরা জানি, I = prn
    
     বা, r = `I/(pn)`
    
     অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময়
    
     :. মুনাফার হার 
    
       =` p/(p + ৬)`
    
       = `১/৬`
    
       = `১/৬ xx ১০০ xx ১/(১০০)`
    
       = `(৫০)/৩ xx ১/(১০০)`
    
       = `(৫০)/৩ %`
    
      আবার, মুনাফা আসলে তিনগুণ = ৩p টাকা
    
      এক্ষেত্রে মুনাফা `I = (৩p - p)` টাকা
    
                          = ২p টাকা
    
      সময় n = ?
    
      মুনাফার হার r =` (৫০)/৩%`
    
      আবার,
      I = prn
     
      বা, n` = I/(pr)` 
    
      অর্থাৎ সময় = মুনাফা/আসল `xx` মুনাফার হার
    
      :. সময় = `(২p)/(p xx (৫০)/৩%)` বছর
    
               = `(২p)/(p xx (৫০)/৩ xx ১/(১০০)` বছর
    
               = `(২p)/(p xx ১/৬)` বছর
    
               = `২/(১/৬)` বছর
    
               = `২ xx ৬/১` বছর
    
               = ১২ বছর
    
              :. নির্ণেয় সময় ১২ বছর।
    
             উত্তর: ১২ বছর।






    1. Report
  5. Question:কোনো নিদিষ্ট সময়ের মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের `২/৫` অংশ। বার্ষিক মুনাফা শতকরা ৮ টাকা হলে, সময় নির্ণয় কর। 

    Answer
    আমরা জানি,
    
     আসল + মুনাফা = মুনাফা-আসল
    
     বা, আসল + আসলের `২/৫` = ৫৬০০ টাকা
    
     বা, `(১ + ২/৫)` আসল = ৫৬০০ টাকা
    
     বা, `৭/৫` আসল = ৫৬০০ টাকা
    
     :. আসল =` (৫৬০০ xx ৫)/৭` টাকা
    
               = ৪০০০ টাকা
    
      :. মুনাফা = মুনাফা-আসল-আসল
    
                 = (৫৬০০ - ৪০০০) টাকা
    
                 = ১৬০০ টাকা
    
        আবার, আমরা জানি,I = prn
    
        বা, n = `I/(pr)`
    
        অর্থাৎ সময় = মুনাফা/আসল `xx` মুনাফার হার
    
             = `(১৬০০)/(৪০০০ xx ৮%)` বছর
    
             = `(১৬০০)/(৪০০০ xx ৮/(১০০))` বছর
    
             = `(১৬০০)/(৪০ xx ৮)` বছর
    
             = ৫ বছর
    
            :. নির্ণেয় সময় ৫ বছর
    
           উত্তর: ৫ বছর।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd