1. Question:জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে ১০ লাক্ষ টাকার তিন মাস অম্ভর মুনাফা ভিত্তিক তিন বছর মেয়াদী পেনশন সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা ১২% হলে, তিনি ১ম কিস্তিতে, অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন? 

    Answer
    সমাধান:
    
     এখানে আসল p = ১০০০০০০ টাকা
    
     মুনাফার হার r = ১২% = `(১২)/(১০০) = ৩/(২৫)`
    
     সময় n = ৩ মাস = `৩/(১২)` বছর = `১/৪` বছর
    
     মুনাফা I = ?
    
     আমরা জানি, I = prn
    
     অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
     :. মুনাফা = `১০০০০০০ xx ৩/(২৫) xx ১/৪` টাকা
    
               = ৩০০০০ টাকা
    
     :. জামিল সাহেব তিন মাস পর মুনাফা পাবেন ৩০০০০ টাকা।
    
      উত্তর: ৩০০০০ টাকা।






    1. Report
  2. Question:একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ৩৬ টাকায় ১২টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ৩৬ টাকায় ১৮টি দরে সমান সংখ্যক কলা খরিদ করল। ব্যবসায়ীর বিক্রয়কর্মী ৩৬ টাকায় ১৫টি দরে তা বিক্রয় করল। ক. ব্যবসায়ী যশোর থেকে প্রতিশ কলা কি দরে ক্রয় করেছিল? খ. বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? গ. ব্যবসায়ী ২৫% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে? 

    Answer
    সমাধান:
    
    ক. ১২ টি কলার ক্রয়মূল্য ৩৬ টাকা
    
      :.  ১ টি কলার ক্রয়মূল্য `(৩৬)/(১২)` টাকা
    
      :. ১০০ টি কলার ক্রয়মূল্য `(৩৬ xx ১০০)/(১২)` টাকা
    
                                 = ৩০০ টাকা
    
      :. যশোর থেকে প্রতিশ কলা ৩০০ টাকায় ক্রয় করেছিল।
    
       উত্তর: ৩০০ টাকা।
    
     
      খ. ১২, ১৮ ও ১৫ এর ল,সা,গু = ১৮০
    
       মনে করি প্রত্যেক দরের ১৮০ টি করে কলা ক্রয় করা হলো।
    
       ১২ টি কলার ক্রয়মূল্য ৩৬ টাকা
    
       :. ১ টি কলার ক্রয়মূল্য `(৩৬)/(১২)` টাকা
    
       :. ১৮০ টি কলার ক্রয়মূল্য `(৩৬ xx ১৮০)/(১২)` টাকা
    
                               = ৫৪০ টাকা
    
       ১৮ টি কলার ক্রয়মূল্য ৩৬ টাকা
    
       :. ১৮ টি কলার ক্রয়মূল্য `(৩৬)/(১৮)` টাকা
    
       :. ১৮০ টি কলার ক্রয়মূল্য `(৩৬ xx ১৮০)/(১২)` টাকা
    
                                     = ৩৬০ টাকা
    
       :. (১৮০ + ১৮০) বা ৩৬০ টি কলার ক্রয়মূল্য
    
          = (৫৪০ + ৩৬০) টাকা
    
          = ৯০০ টাকা
    
       আবার, ১৫ টি কলার বিক্রয়মূল্য ৩৬ টাকা
    
       :. ১ টি কলার বিক্রয়মূল্য `(৩৬)/(১৫)` টাকা
     
       :.  ৩৬০ টি কলার বিক্রয়মূল্য `(৩৬ xx ৩৬০)/(১৫)` টাকা
    
                                     = ৮৬৪ টাকা
    
       এখানে, ক্রয়মূল্য বিক্রয়মূল্য
    
       ক্ষতি = (৯০০ - ৮৬৪) টাকা = ৩৬ টাকা
    
       ৯০০ টাকায় ক্ষতি হয় ৩৬ টাকা
    
       :. ১ টাকায় ক্ষতি হয় `(৩৬)/(৯০০)`  টাকা
    
       :. ১০০ টাকায় ক্ষতি হয় `(৩৬ xx ১০০)/(৯০০)` টাকা
    
                                = ৪ টাকা
    
        উত্তর: ৪% ক্ষতি ।
    
      গ. ‘খ’ থেকে পাই, ৩৬০টি কলার ক্রয়মূল্য ৯০০ টাকা
    
        :. ১টি কলার ক্রয়মূল্য `(৯০০)/(৩৬০)` টাকা = ২.৫ টাকা
    
        :. ৪টি কলার ক্রয়মূল্য = (২.৫ xx ৪) টাকা = ১০ টাকা
    
       ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২৫% লাভে বিক্রয় মূল্য (১০০ + ২৫) টাকা বা ১২৫ টাকা
    
      :.  ক্রয়মূল্য ১ টাকা হলে ২৫% লাভে বিক্রয় মূল্য `(১২৫)/(১০০)` টাকা 
    
     :.  ক্রয়মূল্য ১০ টাকা হলে ২৫% লাভে বিক্রয় মূল্য` (১২৫ xx ১০)/(১০০)`  টাকা 
    
      = ১২.৫০ টাকা
    
      উত্তর: ১২.৫০ টাকা






    1. Report
  3. Question:কোনো আসল ৩ বছরের সরল মুনাফাসহ ২৮০০০ টাকা এবং ৫ বছরের সরল মুনাফাসহ ৩০০০০ টাকা। ক. প্রতীক গুলোর বর্ণনা সহ মূলধন নির্ণনের সূত্রটি লিখ। খ. মুনাফার হার নির্ণয় কর। গ. একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে ৫ বছরের মুনাফা আসলে ৪৮০০০ টাকা হবে। 

    Answer
    ক. শতকরা বার্ষিক r% মুনাফায় p টাকার n বছরের মুনাফা I এবং চক্রবৃদ্ধি মূলধন C হলে,
    
       সরলমুনাফা I = prn
    
      এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে C = `p(১ + r)^n`
    
      :. চক্রবৃদ্ধি মুনাফা =`p (১ + r)^n - p`
    
     খ. আসল + ৫ বছরের মুনাফা = ৩০০০০ টাকা
    
         আসল + ৩ বছরের মুনাফা = ২৮০০০ টাকা
        -----------------------------------------------
     (বিয়োগ করে) ২ বছরের মুনাফা = ২০০০ টাকা
    
      :. ১   ,,         ,,      = `(২০০০)/২` টাকা
    
      :. ৩   ,,         ,,      = `(২০০০ xx ৩)/২` টাকা
    
                                 = ৩০০০ টাকা
    
     :. আসল = মুনাফা-আসল-মুনাফা
    
               = (২৮০০ - ৩০০০) টাকা
    
               = ২৫০০০ টাকা
    
      :. ২৫০০০ টাকার ৩ বছরের মুনাফা ৩০০০ টাকা
    
      :. ১ টাকার ১ বছরের মুনাফা `(৩০০০)/(২৫০০০ xx ৩)`টাকা
    
      :. ১০০ টাকার ১ বছরের মুনাফা` (৩০০০ xx ১০০)/(২৫০০ xx ৩)` টাকা
    
                                      = ৪ টাকা
    
      :. মুনাফার হার ৪%।
    
      গ. ‘খ’ থেকে পাই, মুনাফার হার r = ৪% =` ৪/(১০০)`
    
        সময় n = ৫ বছর
    
        মুনাফা-আসল A = ৪৮০০০ টাকা
    
        ধরি মূলধন = p টাকা
    
        আমরা জানি, A = p + I
    
         বা,  p + I = A
    
         বা, P + prn = A
    
         বা, p(১ + rn) = A
    
         বা, `p(১ + ৪/(১০০) xx ৫) = ৪৮০০০`
    
         বা, `p(১ + ১/৫) = ৪৮০০০`
    
         বা, `p((৫ + ১)/৫) = ৪৮০০০`
    
         বা, `৬p = ৪৮০০০ xx ৫`
    
         বা, `p = (৪৮০০০ xx ৫)/৬`
    
          :. p = ৪০০০০
    
         :. ব্যাংকে ৪০০০০ টাকা জমা রাখতে হবে।
    
        উত্তর: ৪০০০০ টাকা।






    1. Report
  4. Question:জলিল তার মোবাইলটি ৪,০০০ টাকায় বিক্রি করলেন। তিনি হিসাব করে দেখালেন যে, তার ১০% ক্ষতি হয়েছে। ক. জলিলের কত টাকা ক্ষতি হয়েছে? খ. জলিল যদি ১০% লাভ করতে চাই তবে তাকে কত টাকায় মোবাইলটি বিক্রি করতে হবে? গ. ক্রয় মূল্যের সমান টাকা ৮% মুনাফা আসলে তিনি কত টাকা পাবেন? 

    Answer
    সমাধান:
    
    ক. ক্রয়মূল্য ১০০ টাকা হলে ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য
    
      (১০০ - ১০) টাকা = ৯০ টাকা
    
      বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
    
     :.  বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য `(১০০)/(৯০)` টাকা
    
     :.  বিক্রয়মূল্য ৪,০০০  টাকা হলে ক্রয়মূল্য `(১০০ xx ৪,০০০)/(৯০)` টাকা
    
                                             = ৪৪৪৪.৪৪ টাকা
    
     :. ক্ষতির পরিমাণ = (৪৪৪৪.৪৪ - ৪০০০) টাকা
    
                        = ৪৪৪.৪৪ টাকা
    
       উত্তর: ৪,০০০ টাকা।
    
      খ. ‘ক’ থেকে পাই,
    
        মোবাইলটির ক্রয়রমূল্য = ৪৪৪৪.৪৪ টাকা
    
         ক্রয়মূল্য ১০০ টাকা হলে ১০% লাভে বিক্রয়মূল্য
    
          = (১০০ + ১০) টাকা
    
          = ১১০ টাকা
    
        :. ক্রয়মূল্য ১ হলে বিক্রয়মূল্য `(১১০)/(১০০)` টাকা
    
        :. ৪৪৪৪.৪৪   ,,          ,,      `(১১০ xx ৪৪৪৪.৪৪)/(১০০)` টাকা
    
                            = ৪৮৮৮.৮৮ টাকা
    
       :. মোবাইলটি বিক্রয় করতে হবে ৪৮৮৮.৮৮ টাকায়।
    
        উত্তর: ৪৮৮৮.৮৮ টাকা
    
     গ. ক্রয়মূল্যের সমান টাকা ব্যাংকে জমা রাখা হলো।
    
       অর্থাৎ আসল p = টাকা
    
       মুনাফার হার r = ৮% =` ৮/(১০০) = ২/(২৫)`
    
       সময় n = ৫ বছর
    
       :. মুনাফা I = prn
    
               = `৪৪৪৪.৪৪ xx ৫ xx ২/(২৫)` টাকা
    
               = ১৭৭৭.৭৮ টাকা
    
      :. মনাফা-আসল = আসল + মুনাফা
    
                        = (৪৪৪৪.৪৪ + ১৭৭৭.৭৮) টাকা
    
                        = ৬২২২.২২ টাকা
    
         উত্তর: ৬২২২.২২ টাকা।






    1. Report
  5. Question:একটি পন্যদ্রব্যের খুচরা মূল্য ৫৭৬ টাকা। দ্রব্যটি পাইকারি বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। ক. ২০% কে অনুপাতে প্রকাশ কর। খ. পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য নির্ণয় কর। গ. পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য অপেক্ষা খুচরা মূল্য শতকরা কত বেশি। 

    Answer
    সমাধান:
    
    ক. ২০% = `(২০)/(১০০) = ১/৫ = ১ : ৫`
    
      উত্তর: ১ : ৫
    
     খ. খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% লাভে 
    
         বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা বা ১২০ টাকা
    
      খুচরা বিক্রেতার
    
      বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
    
      :. বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য `(১০০)/(১২০)` টাকা
    
       :. বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হলে ক্রয়মূল্য `(১০০ xx ৫৭৬)/(১২০)` টাকা
    
                                             = ৪৮০ টাকা
    
      :. পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য ৪৮০ টাকা 
    
       পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% লাভে
    
       বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা বা ১২০ টাকা।
    
       পাইকারি বিক্রেতার,
    
       বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
    
       :. বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য `(১০০)/(১২০)` টাকা
    
       :. বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য `(১০০ xx ৪৮০)/(১২০)` টাকা
    
                                       = ৪০০ টাকা
    
        :. পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য ৪০০ টাকা
    
       উত্তর: ৪০০ টাকা
    
    
     গ. দেওয়া আছে, খুচরা মূল্য ৫৭৬ টাকা
    
      ‘খ’ থেকে পাই, পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = ৪০০ টাকা
    
     :. খুচরা মূল্য পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য অপেক্ষা বেশি
    
               = (৫৭৬ - ৪০০) টাকা
    
               = ১৭৬ টাকা
    
       :. পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য অপেক্ষা খুচরা মূল্য শতকরা বেশি হয় `(১৭৬)/(৪০০) xx ১০০% = ৪৪%`
    
                         উত্তর: ৪৪%।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd