1. Question:৭. (ক) `(x - 1, y + 2) = (y - 2, 2x + 1)` হলে `x` এবং `y` এর মান নির্ণেয় কর। (খ) `(ax - cy, a^2 - c^2) = (0, ay - cx)` হলে, `(x, y)` এর মান নির্ণয় কর। (গ) `(6x - y, 13) = (1, 3x + 2y)` হলে, `(x, y)` নির্ণয় কর। 

    Answer
    সমাধান:(ক ) `(x - 1, y + 2) = (y - 2, 2x + 1)` হলে `x` এবং `y` এর মান নির্ণেয় কর।
    
    দেওয়া আছে,
    
    `(x - 1, y + 2) = (y - 2, 2x + 1)`
    
    ক্রমজোড়ের শর্তমতে, 
    
    `x - 1 = y - 2`
    
    বা, `x - y = -2 +1`
    
    `:. x - y = -1`............(i)
    
    এবং `y + 2 = 2x + 1`
    
    বা, `y - 2x = 1 - 2`
    
    বা, `y - 2x = -1`
    
    `:. 2x - y = 1`..........(ii) [ উভয় পক্ষকে `(-1)` দ্বারা গুণ করে ]
    
    (i) নং থেকে (ii) নং বিয়োগ করে
    
    `x - y -(2x - y) = -1 -1`
    
    বা, `x - y - 2x +y = - 2`
    
    বা, `- x = - 2`
    
    `:. x = 2`  [ উভয় পক্ষকে `(-1)` দ্বারা গুণ করে ]
    
    এখন, (i) নং সমীকরণে `x` এর মান বসিয়ে
    
    `2 - y = -1`
    
    বা, `- y = - 3`
    
    `:. y = 3`  [ উভয় পক্ষকে `(-1)` দ্বারা গুণ করে ]Ans. `x = 2, y = 3`(খ ) `(ax - cy, a^2 - c^2) = (0, ay - cx)` হলে, `(x, y)` এর মান নির্ণয় কর। 
    
    দেওয়া আছে,
    
    `(ax - cy, a^2 - c^2) = (0, ay - cx)`
    
    ক্রমজোড়ের শর্তমতে,
    
    `ax - cy = 0` .........(i)
    
    এবং,
    
    `a^2 - c^2 = ay - cx`
    
    বা, `ay - cx = a^2 - c^2` ............(ii)
    
    (i) নং কে `a` দ্বারা ও (ii) নং কে `c` দ্বারা গুণ করে যোগ করি,
    
    `a^2x - acy = 0`
    
    `(acy - c^2x = a^2c - a^3)/(a^2x - c^2x = a^2c - c^3)`
    
    বা, `x(a^2 - c^2) = c(a^2 - c^2)`
    
    বা, `x = (c(a^2 - c^2))/((a^2 - c^2))`
    
    `:. x = c`
    
    (i) নং এ `x` এর মান বসিয়ে,
    
    `a.c - cy = 0`
    
    বা, `cy = ac`
    
    `:. y = a`
    
    `:. (x, y) = (c, a)`Ans.`(c, a)`(গ) `(6x - y, 13) = (1, 3x + 2y)` হলে, `(x, y)` নির্ণয় কর।
    
    দেওয়া আছে,
    
    `(6x - y, 13) = (1, 3x + 2y)`
    
    ক্রমজোড়ের শর্তমতে,
    
    `6x - y = 1` .........(i)
    
    এবং,
    
    `13 = 3x + 2y`
    
    বা, `3x + 2y = 13` ...........(ii)
    
    এখন, (i) নং কে `2` দ্বারা গুণ করে (ii) নং এর সাথে যোগ করি,
    
    `12x - 2y = 2`
    
    `(3x + 2y = 13)/(15x = 15)`
    
    `:. x = 1`
    
    (i) নং এ `x` এর মান বসিয়ে,
    
    `6.1 - y = 1`
    
    বা, `6 - y = 1`
    
    `:.y = 5`
    
    `:. (x, y) = (1, 5)`Ans.`(1, 5)`






    1. Report
  2. Question:নিচের ছয়টি অনুক্রমের সাধারন পদ দেওয়া অছে । অনুক্রমগুলি লেখ : `(i) n/1 (ii) (n-1)/(n+1) (iii) 1/2^n (iv) 1/2^(n-1)` ` (v) (-1)^(n+1) n/(n+1) (vi) (-1)^(n-1) n/(2n+1).` 

    Answer
    `(i) 1,1/2,1/3, ..............,1/n,.............`
    
    `(ii) 0, 1/3, 2/4, 3/5, ............., (n-1)/(n+1), ............`
    
    `(iii) 1/2, 1/4, 1/8 ............., 1/2^n, ................`
    
    `(iv) 1, 1/2 , 1/4, ..............,1/2^(n-1),..............`
    
    `(v) 1/2, - 2/3, 3/4, ............(-1)^(n+1) n/(n+1),............`
    
    `(vi) 1/3, -2/5, 3/7, ..............,(-1)^(n-1) n/(2n+1).........`






    1. Report
  3. Question:তোমরা প্রত্যেকে একটি করে অনুক্রমের সাধারণ পদ লিখে অনুক্রমটি লিখ । 

    Answer
    মনে করি, অনুক্রমের সাধারণ পদ = `1/(n+1)`
    
    `:.` অনুক্রমটির কয়েকটি পদ `: 1/2, 1/3, 1/4, 1/5,..............1/(n+1)`
     
     আবার মনেকরি, আরেকটি অনুক্রমের সাধারণ পদ =2n
    
    `:.`অনুক্রমটির কয়েকটি পদ : 2,4,6,8,............2n.






    1. Report
  4. Question:8+11+14+17+................ধারাটির কোন পদ 392 ? 

    Answer
    এখানে, ধারাটির প্রথম পদ, a = 8
     
     ধারাটির সাধারন অন্তর , d = 11-8 = 3
    
     `:.` ইহা একটি সমান্তর ধারা ।
    
      মনে করি, ধারাটির n তম পদ = 392.
    
      আমরা জানি,
     
      n তম পদ = a + (n-1)d
    
     `:.` 8+ (n - 1)3 = 392
    
      বা, 8+ 3n - 3 = 392
    
      বা , 5+3n = 392
    
      বা , 3n = 392-5
    
      বা , 3n = 387
    
      বা , n = `387/3`
    
     `:.`n = 129
    
     `:.` প্রদও ধারাটির 129 তম পদ 392.
      
      Ans : 129  তম ।






    1. Report
  5. Question:4+7+10+13+...........ধারাটির কোন পদ 301 ? 

    Answer
    এখানে, ধারাটির প্রথম পদ,a = 4
        
     ধারাটির সাধারন অন্তর, d = 7-4 = 3
    
     `:.` এটি একটি সমান্তর ধারা ।
     
     মনে করি ধারাটির n তম পদ = 301
     
     আমরা জানি,
     
     n তম পদ = a+(n-1)d
    
     `:.` 4 + (n-1)3 = 301
     
     বা , 4 + 3n-3 = 301
     
     বা  ,3n + 1 = 301
     
     বা, 3n = 301-1
     
     বা , 3n = 300
    
     `:.` n = 100
    
     `:.` প্রদত্ত ধারাটির 100 তম পদ 301
      
     Ans: 100 তম ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd