1. Question:একটি সমীকরণজোট,`x/2+y/3`=1 `x/3+y/2`=1 ক. সমীকরণজোটকে সরলীকরণ কর । খ.প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরনজোটকে সমাধান কর । গ. সমাধানের শুদ্ধি পরীক্ষা কর । 

    Answer
    ক. প্রদত্ত সমীকরণজোট,
        
       `x/2+y/3`=1.................(i)
          
        `x/3+y/2`=1...............(ii)
      
         (i) নং সমীকরণ থেকে পাই,
         
         `(3x+2y)/6`=1
          
           বা,3x+2y=6
         
           :. 3x+2y=6.............(iii)
       
          (ii) নং সমীকরণ থেকে পাই,
        
          `(2x+3y)/6`=1
           
            2x+3y=6
        
          :. 2x+3y=6.............(iv) (Ans)
    
    
     খ. (i) নং সমীকরণ থেকে পাই,
       
         `x/2 = 1-y/3`
      
          বা`,x/2 = (3-y)/3`
        
          বা,`x=(6-2y)/3..............(iv)`
         
         ` x=(6-2y)/3`  (ii) নং এ বসিয়ে পাই,
       
          `(6-2y)/(3/3) + y/2=1`
      
          বা` (6-2y)/(3xx1/3) + y/2 = 1` 
    
          বা,` (6-2y)/9+y/2`=1
        
          বা, `(12-4y+9y)/18`=1 
    
           বা, 12 + 5y=18
         
           বা,  5y=18-12 
    
           বা, 5y=6
            
            :. y=`6/5`
         
            y এর মান (v) নং এ বসিয়ে পাই,
           
            x=`6-26/(5/3)` 
    
           বা, x=`6-12/(5/3)`
            
            x= `(30-12)/(5/3)`
           
            x=`18/(5/3)` 
    
            বা, x=`18/(5xx1/3)`
          
            `:.  x= 6/5`
        
          :. নির্ণেয় সমাধান  (x,y)=`((6/5,6/5))`(Ans)






    1. Report
  2. Question:`a^1x+b^1y=c^1` `a^2x+b^2y=c^2}` `x=0 y` `a_1=2,b_1=3,c_1=7, a_2=5,b_2=-2,c_2=8` 

    Answer
    x=0(i) 0,`a_1+b_1y`=`c_1`
    
      (ii) 0=`a_2+b_2y`=`c_2`
     
      `b_1y`=`c_1`
      
      `b_2y`=`c_2`/b_1y+b_2y`=`c_1+c_2`
     
       `y(b_1+b_2)`=`c_1=c_2`
     
       :. y=`c_1+c_2/b_1+b_2`(Ans)






    1. Report
  3. Question:3x+4y=14 4x-3y=2 

    Answer
    সমাধান:প্রদত্ত সমীকরণদ্ধয়
    
        3x+4y=14...................(i)
    
        4x-3y=2....................(ii)
    
        সমীকরণ (i) নং থেকে পাই,
    
        4y=14-3x
    
       বা,y=`(14-3x)/4` :. y=`(14-3x)/4`
    
      সমীকরণটিতে x এর কয়েকটির মান নিয়ে y এর অনুরূপ মান বের করি 
    
      ও নিচের ছক তৈরি করি [ ছক হবে]
    
      :. সমীকরণটির লেখের ঊপর তিনটি বিন্দু যথাক্রমে
    
       (-2,5),(2,2),(6,-1)
    
       আবার সমীকরণ (ii) নং থেকে পাই,
    
       -3y=2-4x
    
       y=`(2-4x)/-3`
    
      :.y=`(4x-2)/3`
    
       সমীকরণটিতে x এর কয়েকটির মান নিযে y এর অনুরূপ মান বের করি
    
      ও নিচের ছক তৈরি করি [ ছক হবে]
     
      :. সমীকরণটির লেকের ঊপর তিনটি বিন্দু যথাক্রমে (-4,-6),(2.2) (5,6)
    
       এখন,ছক কাগজের xox বরাবর xঅক্ষ এবং yoy বরাবর y অক্ষ এবং o মূলবিন্দু ।
    
       ছক কাগজের ঊভঅক্ষ বরাবর ক্ষুদ্রতম বগের প্রতিবাহুর দৈঘ্যকে একক ধরে,ছক কাগজে 
    
       সমীকরণ নং থেকে প্রাপ্ত বিন্দু তিনটি স্থাপন করি ও বিন্দুগুলো পরস্পর সংযুক্ত করি এবং ঊভয় দিকে বধিত করি ।






    1. Report
  4. Question:৫.> (খ). 0.35 গ. 0.13 ঘ. 3. 78 ঙ. 6.2309 

    Answer
    খ. প্রদত্ত আবৃত্ত দশমিক ভগ্নাংশ 
    
       = 0.35
    
     `= (35 - 0)/(99)`
    
     `= (35)/(99)`
    
     :. নির্ণেয় ভগ্নাংশ `= (35)/(99)`
    
     গ.  প্রদত্ত আবৃত ভগ্নাংশ   
    
        = 0.13
    
      `= (13 - 1)/(90)`
    
      `= (12)/(90)`
    
      `= 2/(15)`
    
     :. নির্ণেয় ভগ্নাংশ `= 2/(15)`
    
     ঘ. প্রদত্ত আবৃত্ত দশমিক ভগ্নাংশ 
     
        = 3.78
    
      `= (378 - 37)/(90)`
    
      `= (341)/(90)`
    
      `= 3 (71)/(90)`
    
     :. নির্ণেয় ভগ্নাংশ` 3 (71)/(90)`
    
     ঙ. প্রদত্ত আবৃত্ত দশমিক ভগ্নাংশ 
    
        = 6.2309
    
      `= (62309 - 62)/(9990)`
    
      `= (62247)/(9990)`
    
      `= (20749)/(3330)`
    
      `= 6 (769)/(3330)`
    
     :. নির্ণেয় ভগ্নাংশ `= 6 (769)/(3330)`






    1. Report
  5. Question:৬.> সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশের প্রকাশ কর: ক. 2.3, 5.235 খ. 7.26, 4.237 গ. 5.7, 8.34, 6.245 ঘ. 12.32, 2.19, 4.3256 

    Answer
    ক. 2.3, 5.235 আবৃত্ত দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 
    
       যথাক্রমে o, 1, এখানে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা সবচেয়ে 
    
       বেশি 1 বার আছে। তাই দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক হবে 1,
    
       আবার আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1 ও 2 এর ল,সা, গু হলো 2.
    
       সুতরাং আবৃত্ত অংশের অঙ্ক হবে 2।   
    
      :. 2.3 = 2.333 এবং 5.235 = 5.235
    
       Ans. 2.333, 5.235
    
    
     খ. 7.26, 4.237 আবৃত্ত দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক 
    
         সংখ্যা 1 ও 2 এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সবচেয়ে 
    
         বেশি বার 2 আছে। তাই দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক 
    
         সংখ্যা 2 হবে। আবার আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1 ও 1 
    
         এর ল. সা. গু হলো 1। সুতরাং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1 হবে।
    
         7.26 = 7.266 এবং 4.237 = 4.237
    
         Ans. 7.266, 4.237
    
     গ. 5.7, 8.34, 6.245 আবৃত্ত দশমিকে সবগুলো অনাবৃত্ত অংশের 
    
        অঙ্ক সংখ্যা 0। তাই দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 0 । আবার 
    
        আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1, 2 ও 3 এর ল..সা.গু হলো । সুতরাং
    
        আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 6।
    
        :. 5.7 = 5.777777, 8.34 = 8.343434 এবং 6.245 = 6.245245
    
      Ans. 5.777777, 8.343434, 6.245245
    
     ঘ. 12.32, 2.19 এবং 4.3256 আবৃত্ত দশমিকে অনাবৃত্ত 
    
        অংশের অঙ্ক সংখ্যা 2, 1 2 এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক 
    
        সংখ্যা সবচেয়ে বেশি 2 বার আছে। তাই দশমিকে অনাবৃত্ত 
    
        অংশের অঙ্ক সংখ্যা হবে। আবার আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 
    
        0, 1 ও 2 এর ল.সা.গু গলো 2। সৃতরাং আবৃত্ত অংশের অঙ্ক 
    
        সংখ্যা হবে 2।
    
       :. 12.32 = 12.3200, 2.19 = 2.1999 এবং 4.3256 = 4.3256
    
       Ans. 12.3200, 2.1999, 4.3256






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd