আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স



  1. Question:টেলিভিশন কী? 

    Answer
    টেলিভিশন হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে আমরা দূরবর্তী কোনো স্থান থেকে শব্দ শোনার সঙ্গে বক্তার ছবি দেখতে পাই।






    1. Report
  2. Question:রঙিন টেলিভিশনে ছবি রঙ্নি হয় কীভাবে? 

    Answer
    রঙিন টেলিভিশন গ্রাহক যন্ত্রে তিনটি ইলেকট্রন গান থাকে। এছাড়া টেলিভিশনের পর্দাও তৈরি করা হয় তিন রকম ফসফর দানা দিয়ে। একটি বিশেষ রঙ শুধু তার বিশেষ রঙের ফসফর দানাকে আলোকিত করতে পারে। ফলে টেলিভিশন টিউবের পর্দায় একই সাথে ফুটে ওঠে লাল, আসমানি, সবুজ রঙের বিন্দু এবং এদের বিভিন্ন রঙের মিশ্রণের ফলে পর্দায় ফুটে উঠে রঙিন ছবি।






    1. Report
  3. Question:বেকরেল কাকে বলে? 

    Answer
    তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য যে একক ব্যবহার করা হয় তার নাম বেকরেল।






    1. Report
  4. Question:’গামা রশ্মি এক প্রাকর তাড়িৎচৌম্বক তরঙ্গ’- ব্যাখ্যা কর। 

    Answer
    গামা রশ্মি আধান নিরপেক্ষ এবং ভরবিহীন। এই রশ্মি তড়িৎ ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিদ্যুৎ হয় না। এর দ্রুতি আলোর সমান অর্থাৎ `3xx10^8ms^(-1)` দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন হলেও এই রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। এরূপে গামা রশ্মির বেশিরভাগ ধর্ম তাড়িৎচৌম্বক তরঙ্গরূপে সনাক্ত করা যায়।






    1. Report
  5. Question:গামা রশ্মি কী? 

    Answer
    গামা রশ্মি এক ধরনের তাড়িৎ চৌম্বক তরঙ্গ এবং আধান নিরপেক্ষ রশ্মি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd