আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স



  1. Question:ফ্যাক্স কী? এ যন্ত্রের সাহায্যে কী করা হয়? 

    Answer
    ফ্যাক্সিমিলি এর সংক্ষিপ্ত নাম ফ্যাক্স। ফ্যাক্স হলো এমন একটি ইলেকট্রনিক ব্যবস্থা যার মাধ্যমে যেকোনো তথ্য, ছবি, চিত্র, ডায়াগ্রাম বা লেখা হুবহু কপি করে প্রেরণ করা যায়।
    এ যন্ত্রের সাহায্যে যে কোনো মূল দলিল হুবহু পুনরুৎপাদন করা হয়।






    1. Report
  2. Question:গ্রিড কী? 

    Answer
    গ্রিড হচ্ছে ট্রায়োড এর মধ্যে অ্যানোড ও ক্যাথোড ছাড়া তৃতীয় একটি ইলেকট্রোড ডা অ্যানোড থেকে ক্যাথোডে তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে।






    1. Report
  3. Question:কম্পিউটার কী? ব্যাখ্যা কর। 

    Answer
    কম্পিউটার শব্দের অর্থ গনক বা হিসাবকারী। কম্পিউটার শুধু একটি হিসাবকারী যন্ত্রই নয়, আরো অনেক কিছু। 
    কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা উপাত্ত গ্রহণ, প্রক্রিয়াকরণ, রূপান্তর, সংরক্ষণ ও প্রেরণ করে। যে ধরনের কম্পিউটারই হোক না কেন, প্রতিটি কম্পিউটার প্রোগ্রামকৃত নির্দেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা কম্পিউটারকে বলে দেয় তাকে কী করতে হবে? মানুষের তুলনায় অত্যন্ত দ্রুত গতিতে, অক্লান্তভাবে সঙ্গতিপূর্ণ ও নির্ভুলভাবে কাজ করে কম্পিউটার।






    1. Report
  4. Question:পেট্রোলিয়াম কী? 

    Answer
    পেট্রো শব্দের অর্থ পাথর এবং অলিয়াম শব্দের অর্থ তেল। পেট্রোলিয়াম হল পাথরের মধ্যে সঞ্চিত তেল।






    1. Report
  5. Question:ট্রোটোষ্টার বলতে কী বুঝ? 

    Answer
    নক্ষত্রের জীবনচক্র শুরু হয়েছিল ছায়াপথে নিজেদের মহাকর্ষ বলের প্রভাবে ভেঙ্গে পড়া একটি ঘন মেঘ হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের ত্বরণের মাধ্যমে। এই মেঘ প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি এবং এর তাপমাত্রা ছিল প্রায় `170^0C`. আমরাপ জানি যে, সকল বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এ আকর্ষণ বলের নাম মহাকর্ষ। হাইড্রোজেন মেঘ যদি ক্ষুদ্র হয় এবং পারিপার্শ্বিক অণুগুলো পরস্পরের নিকটে না থাকে তাহলে তাদের পরস্পরের মধ্যকার আকর্ষণ এমন হয় না যে, তাদের আচরণের কোন পরিবর্তন ঘটতে পারে। মেঘের আকার যদি বড় হয় তাহলে এর প্রতিটি অণুর মধ্যকার মহাকর্ষ বল বেশি হয়, ফলে মেঘকে ভেতরের দিকে টানে। ফলে নিজস্ব মহাকর্ষ বলের প্রভাবে মেঘগুলো সংকুচিত হতে থাকে একটি নাটকীয় প্রক্রিয়ায় এবং গ্যাসীয় মেঘ নক্ষত্রে পরিণত হয়। এই মেঘ সংকোচনশীল গ্যাসীয় ভরকে বলা হয় প্রোটোস্টার।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd