আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স



  1. Question:p- টাইপ অর্ধপরিবাহীর একটি উদাহরণ লিখ। 

    Answer
    সিলিকনের সাথে বোরণ যোগ করে তৈরি অর্ধপরিবাহী হলো p- টাইপ অর্ধপরিবাহীর একটি উদাহরণ।






    1. Report
  2. Question:এডিসন ক্রিয়া কী? 

    Answer
    বিজ্ঞানী এডিসন ১৮৮৩ সালে যখন তড়িৎ বাতি নিয়ে কাজ করছিলেন তখন একটি জিনিস তাকে খুব বিব্রত করছিল। তার বাতির কার্বণ ফিলামেন্টের ধনাত্মক প্রান্ত বারবার পুড়ে যাচ্ছিল। এ অসুবিধা দূর করার জন্য তিনি ফিলামেন্টের সাথে একটি প্লেট সিল করে ঢুকিয়ে দেন। পরে তিনি দেখতে পান যে ফিলামেন্ট সাপেক্ষে প্লেটকে যখন ধনাত্মক বিভব দেওয়া হচ্ছে তখন ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে একটি তড়িৎপ্রবাহ চলে। কিন্তু প্লেটকে ঋণাত্মক বিভব দিলে তড়িৎপ্রবাহ চলে না। এডিসন বিষয়টির ব্যাখ্যা এভাবে দেন যে, যেহেতু উত্তপ্ত ফিলামেন্ট থেকে নিঃসৃত আধান ধনাত্মক প্লেটের দিকে যায় তাই এ আধান ঋণাত্মক। প্লেট ঋণাত্মক হলে ঐ নিঃসৃত আধানকে বিকর্ষণ করে ফলে বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ থাকে না। এটাই এডিসন ক্রিয়া নামে পরিচিত।






    1. Report
  3. Question:মাইক্রোফোন কী? 

    Answer
    কোনো বড় সভা বা অনুষ্ঠানে বক্তা যে ইলেকট্রনিক ডিভাইসের সামনে দাঁড়িয়ে কথা বলেন তাকে বলা হয় মাইক্রোফোন বা মাইক।






    1. Report
  4. Question:এনালগ ও ডিজিটাল সংকেতের মধ্যে কোনটি উত্তম বা কয়টি বিষয় দিয়ে বিচার করা যায় এবং এগুলো কী কী? 

    Answer
    এনালগ ও ডিজিটাল সঙকেতের মধ্যে কোনটি উত্তম তা তিনটি বিষয় দিয়ে বিচার করা যায়। এগুলো নিম্নরূপ:
    ১. সংকেতের গুণগত মান
    ২. প্রক্রিয়া চালানোর জন্য প্রয়োজনীয় মালমশলা
    ৩. দাম বা ব্যয়।






    1. Report
  5. Question:ট্রানজিস্টর কী? 

    Answer
    ট্রানজিস্টর হলো একটি ডিভাইস যা অ্যামপ্লিফায়ার ও উচ্চ দ্রুতি সুইচ হিসেবে কাজ করে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd