আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স



  1. Question:কম্পিউটার ভিশন সিনড্রোম কী? 

    Answer
    কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম না নিয়ে দীর্ঘ ও দীর্ঘক্ষণ কম্পিউটারের কাজ করলে চোখে নানান রকম সমস্যার সৃষ্টি হয়, একে বলা হয় কম্পিউটার ভিশন সিনড্রোম।






    1. Report
  2. Question:সমন্বিত বর্তনী বুঝিয়ে লিখ। 

    Answer
    সমন্বিত বর্তনী হলো সে বর্তনী যাতে বর্তনীর উপাংশ বা যন্ত্রাংশগুলো একটি ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে বিশেষ প্রক্রিয়ায় গঠন করা হয় যারা স্বয়ংক্রিয়ভাবে ঐ চিপের অংশ।
    কম্পিউটার, মোবাইল ফোন থেকে শুরু করে মাইক্রোওভেন পর্যন্ত যত রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি দেখা যায় তার অধিকাংশটিতেই সমন্বিত বর্তনী দেখা যায়। সমন্বিত বর্তনীর কারণে আমরা অনেক সৃজনশীল ডিভাইস পেয়েছি।






    1. Report
  3. Question:অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে কোন যন্ত্র? 

    Answer
    ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার হিসাবে কাজ করতে পারে।






    1. Report
  4. Question:শিল্প কারখানায় কম্পিউটারের ব্যবহার আলোচনা কর। 

    Answer
    শিল্প কারখানায় পণ্য উৎপাদন স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, পণ্যের গুণগত মান যাচাই, তথ্য সংগ্রহ, কর্মচারীদের বেতন-ভাতা, কাজের সিডিউলের হিসাব ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহৃত হয়। এছাড়া পারমাণবিক রিএ্যাকস্টর চালনা বা এ ধরনের জটিল ও আধুনিক সব যন্ত্রের ব্যবহারে কম্পিউটার অপরিহার্য।






    1. Report
  5. Question:আলফা কণার আধানের মান কত? 

    Answer
    আলফা কণার আধানের মান `3.2xx10^(-19)C`।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd