আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স



  1. Question:কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার কী? 

    Answer
    যে সকল ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদের বলা হয় কম্পিউটারের হার্ডওয়্যার। হাডওয়্যার হলো কম্পিউটারের দেহ। যেমন- কীবোর্ড, মাউস, প্রসেসর, মনিটর, প্রিন্টার ইত্যাদি।
    আবার, কম্পিউটারের সফটওয়্যার হলো এক সেট নির্দেশনা যা কম্পিউটারের কী কাজ করতে হবে তা বলে দেয়। সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ। এগুলো হলো বিভিন্ন প্রোগ্রাম। যেমন- উইন্ডোজ ৯৮, উইন্ডোজ ২০০৩ ও ২০০৭।






    1. Report
  2. Question:অপরিবাহী কী? 

    Answer
    কিছু কিছু পদার্থ যেমন সিলিকন ও জার্মেনিয়াম আছে যেগুলো সুপরিবাহী নয়, অন্তরকও নয় অর্থাৎ সীমিত মাত্রায় বিদ্যুৎ পরিবহন করে। এদের বলা হয় অর্ধপরিবাহী।






    1. Report
  3. Question:অনেক ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারেও জ্বলজ্বল করতে দেখা যায় কেন? 

    Answer
    অনেক ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারেও জ্বলজ্বল করতে দেখা যায়। এর কারণ হলো তেজস্ক্রিয় থোরিয়ামের সাথে জিংক সালফাইড মিশিয়ে ঘড়ির কাঁটা ও নম্বরে প্রলেপ দেওয়া হয়। ফলে এরা অন্ধকারে জ্বলজ্বল করে।






    1. Report
  4. Question:রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রে কয়টি ইলেকট্রন গান থাকে? 

    Answer
    রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রে তিনটি ইলেকট্রন গান থাকে।






    1. Report
  5. Question:n-p-n ট্রানজিস্টর কীভাবে তৈরি করা হয়? 

    Answer
    দুটি n- টাইপ অর্ধপরিবাহীর মাঝে একটি p- টাইপ অর্ধপরিবাহী স্যান্ডউইচের মতো জোড়া লাগিয়ে ট্রানজিস্টর তৈরি করা হয়। এর তিনটি স্তরকে বলা হয় সংগ্রাহক, ভূমি ও নিঃসারক। n- টাইপ অঞ্চল দুটি হলো ট্রানজিস্টারের সংগ্রাহক ও নিঃসারক এবং মধ্যে সরু p- টাইপ অঞ্চল হলো ভূমি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd