Question:রঙিন টেলিভিশনের পর্দা কয় রকম ফসফর দানা দ্বারা গঠিত?
Answer
তিন রকম।
Question:রঙিন টেলিভিশনের পর্দা কয় রকম ফসফর দানা দ্বারা গঠিত?
তিন রকম।
Question:কম্পিউটার অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্র হিসেবে বিবেচিত হয় কেন?
কম্পিউটার অবিশ্বাস্য দ্রুত কাজ করতে পারে, সেকেন্ডে হাজার হাজার, লক্ষ লক্ষ গাণিতিক হিসাব করতে পারে। তািই কম্পিউটারের কাজ করার দ্রুততা, তথ্য জমা করে রাখার ক্ষমতা, সঙ্গতিপূর্ণতা, নির্ভুলতা, ক্লান্তিহীনতা ও স্বয়ংক্রিয়াতার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্র হিসেবে বিবেচিত হয়।
Question:p-n জংশন ডায়োড কী?
যদি p- টাইপ পদার্থের সাথে n-টাইপ অর্ধপরিবাহীর জোড়া লাগানো হয় তাহলে একটি অতি প্রয়োজনীয় ডিভাইস তৈরি হয় যাকে p-n জংশন বলে।
Question:তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলতে কী বুঝ?
একটি তেজস্ক্রিয় মৌলের কোন পরমাণুটি কখন ক্ষয়প্রাপ্ত হয় তা আমরা বলতে পারি না। কিন্তু কতগুলো পরমাণু কোন সময়ে ক্ষয়প্রাপ্ত হবে তা আমরা হিসাব করে বের করতে পারি। পরমাণুর ক্ষয় বিবেচনার জন্য একগুচ্ছ পরমাণু বিবেচনা করা হয়। যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ঐ পদার্থের অর্ধায়ু বলে।
Question:টেলিভিশনে ইলেকট্রন গান কিভাবে কাজ করে?
টিভির পিকচার টিউবের পিছনের প্রান্ত ইলেকট্রন গান সংযুক্ত থাকে। ভিডিও সংকেত গ্রহণের পর ইলেকট্রনগান সুইয়ের ন্যায় সরু ইলেকট্রন গান থেকে। টিভির পর্দার প্রতিপ্রভ ফসফরে ইলেকট্রন গান সৃষ্টি হয়। এ উজ্জ্বল ও অনুজ্জ্বল আলোক বিন্দুর সমন্বয়ই টিভির পর্দায় উজ্জ্বল ওর্ অনুজ্জ্বল আলোক বিন্দু ও ঝলকের সৃষ্টি হয়।