Question:অবতল দর্পণ কাকে বলে?
Answer
কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে তবে তাকে অবতল দর্পণ বলে।
Question:অবতল দর্পণ কাকে বলে?
কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে তবে তাকে অবতল দর্পণ বলে।
Question:অসদ বিম্বের বৈশিষ্ট্য লিখ।
অসদ বিম্বের বৈশিষ্ট্য নিম্নরূপ- ১. দর্পণের যে পাশে বস্তু থঅকে তার বিপরীত পাশে অসদবিম্ব গঠিত হয়। ২. অসদ বিম্ব সর্বদা সমশীর্ষ বা সোজা হয়। ৩. অসদ বিম্ব আকারে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু অপেক্ষা বড় বা বস্তুর সমান হয় কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু অপেক্ষা ছোট বা বস্তুর সমান হয়।
Question:উত্তল দর্পণ কাকে বলে?
কোনো গোলকের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে তবে তাকে উত্তল দর্পণ বলে।
Question:আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রটি লিখ।
প্রতিফলন কোণ আপতন কোণের সমান।
Question:সমতল দর্পণের ৪টি ব্যবহার লিখ।
সরল পেরিস্কোপ তৈরিতে সমতল দর্পণ ব্যবহার করা হয়। সমতল দর্পণের সাহায্যে আমরা আমাদের চেহারা দেখি। চোখের ডাক্তারগণ রোগীর দৃষ্টি শক্তি পরীক্ষা করার জন্য বর্ণমালা পাঠের সুবিধার্থে সমতল দর্পণ ব্যবহার করে থাকেন। পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে এটি ব্যবহার করা হয়।