Question:ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক কী?
Answer
ফোকাস দূরত্ব = বক্রতার ব্যাসার্ধ/২
Question:ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক কী?
ফোকাস দূরত্ব = বক্রতার ব্যাসার্ধ/২
Question:নিরাপদ ড্রাইভিং এ দর্পণের ভূমিকা ব্যাখ্যা কর।
নিখুত এবং নিরাপদ গাড়ি চালাতে হলে চালককে শুধুমাত্র গাড়ির সামনে কী আছে তা দেখলেই চলে না। বরং গাড়ির পিছনে কী আছে এ ব্যাপারেও সজাগ থাকতে হয়। এ উদ্দেশ্যে গাড়ির জন্যে দর্পণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অঙ্গ। এজন্যে গাড়ি চালককে গাড়িতে উঠার পরপরই দর্পণগুলোকে ঠিকমতো উপযোজন করতে হয়।
Question:সমতল দর্পণ কাকে বলে?
কোনো সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে সমতল দর্পণ বলে।
Question:সমতল দর্পণ থাকা সত্ত্বেও গোলীয় দর্পণ কেন ব্যবহার করা হয়- ব্যাখ্যা কর।
সমতল দর্পণ বস্তুর সমান আকারের বিম্ব তৈরি করতে সক্ষম। বিবর্ধিত বা খর্বিত বিম্ব তৈরি করতে পারে না। তাই দৈনন্দিন জীবনে যে সকল ক্ষেত্রে বিবর্ধিত বা খর্বিত বিম্বের প্রয়োজন হয় সে সকল ক্ষেত্রে গোলীয় দর্পণ ব্যবহার করা হয়। এক্ষেত্রে খর্বিত এবং সোজা বিম্বের প্রয়োজন হলে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। অপরদিকে বিবর্ধিত ও সোজা অথবা খর্বিত ও উল্টা বিম্বের প্রয়োজন হলে অবতল দর্পণ ব্যবহার করা হয়।
Question:আলোর প্রতিফন বলতে কী বুঝ?
আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাঁধা পায়, তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। একে আলোর প্রতিফলন বলে।