Question:পরিবর্তী রোধক কী?
Answer
যে রোধের মান প্রয়োজন অনুযাযী পরিবর্তন করা যায় তাকে পরিবর্তী রোধক বলে।
Question:পরিবর্তী রোধক কী?
যে রোধের মান প্রয়োজন অনুযাযী পরিবর্তন করা যায় তাকে পরিবর্তী রোধক বলে।
Question:অ্যামিটার কী?
যে যন্ত্রের সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায় তাকে অ্যামিটার বলে।
Question:একটি যন্ত্রের গায়ে 220v-1200w লেখা আছে। এর অর্থ কী?
220v-1200w কথাটির অর্থ হলো; 220v বিভব পার্থক্যে যন্ত্রটি প্রতি সেকেন্ডে 1200 জুল বৈদ্যুতিক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত করবে।
Question:জীবন্ত তার কী?
যে তার বৈদ্যুতিক সরঞ্জামে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে তাকে জীবন্ত তার বলে।
Question:ভূ-সংযোগ তার কেন ব্যবহার করা হয়?
ভূ-সংযোগ তার হলো নিম্নরোধের তার। এটি সাধারণত বৈদ্যুতিক সরঞ্জামের ধাতব ঢাকনার সাথে সংযুক্ত থাকে। বিভিন্ন কারণে বর্তনী ত্রুটিযুক্ত থাকতে পারে। যেমন যদি জীবন্ত তার সঠিকভাবে সংযুক্ত না থাকে এবং তা যদি বৈদ্যুতিক যন্ত্রের ধাতব ঢাকনাকে স্পর্শ করে তবে ব্যবহারকারী বৈদ্যুতিক শক দ্বারা আক্রান্ত হতে পারেন। ধাতব ঢাকনাটি ভূসংযুক্ত অবস্থায় থাকলে েএমনটি ঘটবে না। এক্ষেত্রে জীবন্ত তার থেকে উচ্চমানের তড়িৎপ্রবাহ ধাতব ঢাকনা হয়ে ভূসংযোগ তার দিয়ে মাটিতে চলে যাবে।