চল তড়িৎ



  1. Question:কোনো পরিবাহকের রোধ কয়টি বিষয়ের ওপর নির্ভর করে? 

    Answer
    একটি পরিবাহকের রোধ চারটি বিষয়ের ওপর নির্ভর করে।






    1. Report
  2. Question:তামার আপেক্ষিক রোধ `1.54xx10^(-8)Omegam` বলতে কী বোঝ? 

    Answer
    আপেক্ষিক রোধ পদার্থের উপাদানের নিজস্ব বৈশিষ্ট্য। তামার আপেক্ষিক রোধ `1.54xx10^(-8)Omegam` বলতে বোঝায়; 1m দৈর্ঘ্য এবং `1m^2` প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার তারের রোধ হবে `1.54xx10^(-8)Omega`।






    1. Report
  3. Question:তড়িৎ পরিবাহিতা কাকে বলে? 

    Answer
    পরিবাহীর যে ধর্মের কারণে এর মধ্যে দিয়ে তড়িপ্রবাহ সহজসাধ্য হয় অর্থাৎ কম বাধাপ্রাপ্ত হয় তাকে ঐ পরিবাহীর তড়িৎ পরিবাহিতা বলে।






    1. Report
  4. Question:কোনো পরিবাহকের পরিবাহকত্বের মান কিসের ওপরে নির্ভর করে ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো পরিবাহকের পরিবাহিতার মান নির্ভর করে পরিবাহকের উপাদান এবং তাপমাত্রার ওপরে। সাধারণভাবে সকল ধাতুই ভালো পরিবাহক অর্থাৎ ধাতব পদার্থের তড়িৎ পরিবাহকত্ব বেশি। অপরদিকে অধাতব পদার্থের পরিবাহকত্ব কম। তাপমাত্রা বাড়লে পরিবাহকত্ব কমে যায়।






    1. Report
  5. Question:বর্তনীতে ব্যবহৃত রোধক কত প্রকার? 

    Answer
    বর্তনীতে ব্যবহৃত রোধক দুই প্রকার।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd