চল তড়িৎ



  1. Question:তাপমাত্রা বাড়লে বিদ্যুৎ পরিবাহরেক পরিবাহিতার কিরূপ পরিবর্তন ঘটে ব্যাখ্যা কর। 

    Answer
    তাপমাত্রা বাড়ালে প্রায় সকল পরিবাহকেরই পরিবাহিতা হ্রাস পায় এবং রোধ বৃদ্ধি পায়। তবে এর ব্যতিক্রমও দেখা যায়। যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী ধাতুর তাপমাত্রা বাড়ালে এদের পরিবাহিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। কার্বন অর্ধপরিবাহী না হলেও তাপমাত্রার সাথে এর পরিবাহিতা বৃদ্ধি পায়।






    1. Report
  2. Question:এক ওহম কাকে বলে? 

    Answer
    কোনো পরিবহাীর দুপ্রান্তে 1v বিভব পার্থক্যে 1A তড়িৎ প্রবাহ চললে এর রোধকে এক ওহম বলে।






    1. Report
  3. Question:রোধের মাত্রা বের কর। 

    Answer
    আমরা জানি, বিভব পার্থক্যের মাত্রা = `ML^2T^(-3)I^(-1)`
    এবং তড়িৎ প্রবাহরে মাত্রা = I
    `.:` রোধের মাত্রা = বিভবের মাত্রা/প্রবাহরে মাত্রা = `(ML^2T^(-3)I^(-1))/I=`ML^3T^(-3)I^(-1)`






    1. Report
  4. Question:আপেক্ষিক রোধ কাকে বলে? 

    Answer
    কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট পরিবাহকের রোধকে আপেক্ষিক রোধ বলে।






    1. Report
  5. Question:তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহীর রোধের কীরূপ পরিবর্তন হয়? 

    Answer
    তাপমাত্রা বৃদ্ধিতে পরিবহাীর রোধ বৃদ্ধি পায়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd