চল তড়িৎ



  1. Question:তড়িতের সিস্টেম লস কীভাবে হয়? 

    Answer
    বিদ্যুৎ সঞ্চালনের জন্য যেসকল পরিবাহী তার ব্যবহার করা হয় তাদের কিছু পরিমাণ রোধ থাকে। ফলে এই রোধকে অতিক্রমের জন্য তড়িৎশক্তির একটি অংশ তাপে রূপান্তরিত হয়। তড়িৎশক্তির এরূপ ক্ষয় বা লসই হলো সিস্টেম লস।






    1. Report
  2. Question:অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও। 

    Answer
    কোনো পরিবাহীর যে কোনো প্রস্তথচ্ছেদের মধ্য দিয়ে এক সেকেন্ডে এক কুলম্ব আধান সুষমভাবে প্রবাহিত হলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তাকে এক অ্যাম্পিয়ার বলে।






    1. Report
  3. Question:একটি ড্রাইসেলের তড়িচ্চালক শক্তি 1.5V বলতে কী বোঝায়? 

    Answer
    একটি ড্রাইসেলের তড়িচ্চালক শক্তি 1.5V বলতে বোঝায় ড্রাইসেলটি বর্তনীতে যুক্ত অবস্থায় এক কুলম্ব ধনাত্মক আধান সেলসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে 1.5J কাজ সম্পন্ন হয় বা সেলটির 1.5J শক্তি ব্যয় হয়।






    1. Report
  4. Question:রোধের দৈর্ঘ্যের সূত্রটি লিখ। 

    Answer
    নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক।






    1. Report
  5. Question:পরিবাহির রোধ `12 Omega` বলতে কী বোঝায়? 

    Answer
    আমরা জানি, কোনো পরিবাহীর রোধ হচ্ছে এর দু’প্রান্তে প্রযুক্ত বিভব ও এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত। সুতরাং পরিবাহির রোধ `12 Omega` বলতে বোঝায়- পরিবহাীর দু’প্রান্তে প্রযুক্ত বিভব ও এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত হবে 12।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd