চল তড়িৎ



  1. Question:কত কিলো ওয়াট ঘন্টা সমান এক ইউনিট? 

    Answer
    এক কিলোওয়াট ঘন্টা সমান এক ইউনিট।






    1. Report
  2. Question:স্থির ও পরিবর্তী রোধক কাকে বলে? 

    Answer
    স্থির রোধক: যে সকল রোধকের রোধের মান নির্দিষ্ট তারেদকে স্থির মানের রোধক বলে।
    পরিবর্তী রোধক: যে সকল রোধের মান প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যায় তাদেরকে পরিবর্তী রোধক বা রিওস্টেট বলা হয়।






    1. Report
  3. Question:রোধের প্রস্থচ্ছেদের সূত্রটি বিবৃত কর। 

    Answer
    নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে পরিবাহকের রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাস্তানুপাতে পরিবর্তিত হয়।






    1. Report
  4. Question:তড়িৎচ্চালক শক্তি এবং বিভিব পার্থক্যের মধ্যে তুলনা কর। 

    Answer
    ’তড়িচ্চালক শক্তি’ কথাটি কোষের সাথে জড়িত, অপর পক্ষে বিভব পার্থক্য হয় তড়িৎক্ষেত্রের বা বৈদ্যুতিক বর্তনীর যেকোনো দুই বিন্দুর মধ্যকার। তড়িচ্চালকর্ শক্তি এবং বিভবপার্থক্য উভয়ের একক একই (V)। তবে প্রকৃতপক্ষে তড়িচ্চালক শক্তি হলো IC আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কোষেকে যে পরিমাণ কাজ করতে হয় এবং বিভব পার্থক্য সর্বদা তড়িচ্চালক শক্তি অপেক্ষা ক্ষুদ্রতর মানের হয়।






    1. Report
  5. Question:বিভবের গুণগত সংজ্ঞা দাও। 

    Answer
    বিভব হল একটি তড়িৎগ্রস্থ বস্তুর তাড়িতিক অবস্থা যাকে কোন পরিবাহী তার দ্বারা অপর কোন বস্তুর সাথে যুক্ত করলে এটি আধান দেবে না নেবে তা নির্ধারণ করে তাকে বিভব বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd