Question:পরিবাহকত্ব কিসের ওপর নির্ভরশীল?
Answer
পরিবাহকত্ব পরিবাহীর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল।
Question:পরিবাহকত্ব কিসের ওপর নির্ভরশীল?
পরিবাহকত্ব পরিবাহীর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল।
Question:ক্যাবল উত্তপ্ত হয়ে তড়িৎ শক্তি কিভাবে বিপজ্জনক হতে পারে?
যখন অস্বাভাবিকভাবে বেশি পরিমাণ তড়িৎপ্রবাহ বৈদ্যুতিক ক্যাবল বা পরিবাহিত তার দিয়ে যায় তখন এটি উত্তপ্ত হয়। অত্যাধিক উত্তপ্ত হয়ে গেলে ক্যাবলের অন্তরক ব্যবস্থা গলে যায় এবং অগ্নিকান্ড ঘটায়। উদাহরণস্বরূপ- যখন বৈদ্যুতিক পাখার মোটর অতি উত্তপ্ত হয় এবং গলে যায়, ফলশ্রুতিতে জীবন্ত তার এবং নিরপেক্ষ তার একত্রিত হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে উচ্চমানের তড়িৎ প্রবাহিত হয়ে বিপজ্জনক রূপ ধারণ করে।
Question:লোড শেডিং কী?
কোনো নির্দিষ্ট এলাকার বিদ্যুতেরে চাহিদা উৎপাদন বা সরবরাহের তুলনায় বেশি হলে তখন বিদ্যুৎ উপকেন্দ্রের পক্ষে চাহিদা মেটানো সম্ভবপর হয়ে উঠে না। তখন বাধ্য হয়ে উপকেন্দ্র কর্তৃপক্ষ বিতরণ ব্যবস্থার নির্দিষ্ট কিছু এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিতরণ বন্ধ করে দেয়। একে লোড শেডিং বলে।
Question:বৈদ্যুতিক বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন?
যখন কোনো বর্তনীতে নির্দিষ্ট মানের অধিক তড়িৎ প্রবাহিত হয় তখন সার্কিট ব্রেকার বর্তনীর তড়িৎ সরবরাহ বন্ধ করে দেয়। বর্তনীতে সার্কিট ব্রেকার না থাকলে অতিরিক্ত তড়িৎ প্রবাহের জন্য বাড়ির তড়িৎ সরঞ্জাম বিনষ্ট হয়ে যেতে পারে, এমনকি অগ্নিকান্ডও ঘটতে পারে। এজন্য বৈদ্যুতিক বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।
Question:রিওস্টেট কী?
যে সকল রোধকের মান প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায় তাদেরকে রিওস্টেট বলে।