চল তড়িৎ



  1. Question:স্থির মানের রোধ কী? 

    Answer
    যে সকল রোধকের রোধের মান নির্দিষ্ট তাদেরকে স্থির মানের রোধক বলে।






    1. Report
  2. Question:পরিবর্তী রোধক কাকে বলে? 

    Answer
    যে সকল রোধকের মান প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায় তাকে পরিবর্তী রোধক বলে।






    1. Report
  3. Question:বিভব পার্থক্য কী? 

    Answer
    একক ধনাত্মক আধানকে বর্তনীর েএক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ঐ দুই বিন্দুর বিভব পার্থক্য বলে।






    1. Report
  4. Question:শ্রেণি বর্তনী কাকে বলে? 

    Answer
    যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে তাকে শ্রেণি বর্তনী বলে।






    1. Report
  5. Question:এক জুল কী? 

    Answer
    কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য এক ভোল্ট হলে এর মধ্যে দিয়ে এক কুলম্ব আধান প্রবাহিত করতে কৃতকাজের পরিমাণকে এক জুল বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd