চল তড়িৎ



  1. Question:ওহমের সূত্রটি বিবৃত কর। 

    Answer
    ওহমের সূত্রটি হলো: “তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ঐ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।






    1. Report
  2. Question:আপেক্ষিক রোধের সংজ্ঞা দাও। 

    Answer
    কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ঐ তাপমাত্রায় এর উপাদানের আপেক্ষিক রোধ বলে।






    1. Report
  3. Question:কী কী কারণে তড়িৎশক্তি ব্যবহার বিপদজনক হতে পারে? 

    Answer
    তড়িৎ শক্তির ব্যবহার নিম্নবর্ণিত তিনটি কারণে বিপজ্জনক হতে পারে।
    ১. অন্তরকের ক্ষতি সাধন;
    ২. ক্যঅবলের অতি উত্তপ্ত হওয়া;
    ৩. আর্দ্র অবস্থা।






    1. Report
  4. Question:একটি বাসের হেড লাইটের ফিলামেন্টের 2.5A তড়িৎ প্রবাহিত হয়। ফিলামেন্টের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 12v হলে এর রোধ কত? 

    Answer
    এখানে,
    বাসের হেড লাইটের ফিলামেন্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, I = 2.5V
    ফিলামেন্টের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য V = 12V
    ফিলামেন্টের রোধ R = ?
    ওহমের সূত্র হতে আমরা জানি, V = IR
    বা, R - V/I = 12V/2.5A
    = `4.8Omega`
    সুতরাং ফিলামেন্টের রোধ `4.8Omega`






    1. Report
  5. Question:একটি শুষ্ক কোষের তড়িচ্চালক শক্তি 1.5V। 0.5C আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কোষের ব্যয়িত শক্তির পরিমাণ নির্ণয় কর। 

    Answer
    প্রদত্ত কোষের তড়িচ্চালক শক্তি 1.5V।
    আমরা জানি, কোনো তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে উৎসসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করে, তথা উৎস যে তড়িৎশক্তি ব্যয় করে, তাকে ঐ উৎসের তড়িচ্চালক শক্তি বলে।
    সুতরাং IC আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে কোষের ব্যয়িত শক্তির পরিমাণ = 1.5J।
    `:. 0.5C` আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করে, তথা উৎস যে তড়িৎশক্তি ব্যয় করে, তাকে ঐ উৎসের তড়িচ্চালক শক্তি বলে।
    সুতরাং IC আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কোষের ব্যয়িত শক্তির পরিমাণ = `1.5JC^(-1)xx0.5C=0.75J`।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd