চল তড়িৎ



  1. Question:বর্তনীতে ফিউজ শ্রেণিতে সংযুক্ত করা হয় কেন ব্যাখ্যা কর। 

    Answer
    বর্তনীতে ফিউজ শ্রেণি সংযোগ করা হয়। ফিউজ ব্যবহারের ফলে অতিরিক্ত প্রবাহ অতিক্রম করার চেষ্টা করলে এটি গলে যায় এবং বর্তনীয় সংশ্লিষ্ট অংশকে বিচ্ছিন্ন করে দেয়। তাই বর্তনীর যে অংশ বা শাখাকে দৈ্যুতিক উত্তাপজনিত ক্ষতি হতে রক্ষা করার উদ্দেশ্যে ফিউজ ব্যবহার করা হয় যে সে অংশ, শাখা বা বর্তনী উপাদানের সাথে ফিউজটিকে শ্রেণি সংযোগে সংযুক্ত করা হয়।






    1. Report
  2. Question:আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে কী বলে? 

    Answer
    আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে।






    1. Report
  3. Question:তড়িৎপরিবাহিতা বলতে কী বোঝ? 

    Answer
    ওহমের সূত্র হতে আমরা জানি, I - GV 
    এখানে G সমানুপাতিক ধ্রুবক। একে পরিবাহকের পরিবাহিতা বলে। এটি রোধের বিপরীত রাশি।
    `:. G = 1/R`
    অতএব আমরা সংজ্ঞায়িত করতে পারি, কোনো পরিবাহকের তড়িৎ পরিবাহিতা এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের অনুপাতের সমান।






    1. Report
  4. Question:তড়িৎ পরিবাহিতার একক ক? 

    Answer
    তিড়িৎ পরিবাহিতার একক সিমেন্স (S)।






    1. Report
  5. Question:আপেক্ষিক রোধ তাপমাত্রার উপর নির্ভর করে কেন- ব্যাখ্যা কর। 

    Answer
    আপেক্ষিক রোধ হলো বস্তুর একক দৈর্ঘ্যের এর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো অংশের রোধ। তাপমাত্রার সাথে বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তিত হয় বলে আপেক্ষিক রোধ পরিবর্তিত হয়। এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির ফলে বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয়ই বৃদ্ধি পায় বলে `R = rhoL/A` বা `rho = (RA)/L` সমীকরণ অনুসারে আপেক্ষিক রোধ বৃদ্ধি পায়, কারণ ক্ষেত্রফল একটি দ্বিমাত্রিক রাশি এবং দৈর্ঘ্য একমাত্রিক রাশি বলে তাপমাত্রার বৃদ্ধিতে দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পায়, ক্ষেত্রফল তার চেয়ে বেশি বৃদ্ধি পায়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd