Question:বর্তনীতে ফিউজ শ্রেণিতে সংযুক্ত করা হয় কেন ব্যাখ্যা কর।
Answer
বর্তনীতে ফিউজ শ্রেণি সংযোগ করা হয়। ফিউজ ব্যবহারের ফলে অতিরিক্ত প্রবাহ অতিক্রম করার চেষ্টা করলে এটি গলে যায় এবং বর্তনীয় সংশ্লিষ্ট অংশকে বিচ্ছিন্ন করে দেয়। তাই বর্তনীর যে অংশ বা শাখাকে দৈ্যুতিক উত্তাপজনিত ক্ষতি হতে রক্ষা করার উদ্দেশ্যে ফিউজ ব্যবহার করা হয় যে সে অংশ, শাখা বা বর্তনী উপাদানের সাথে ফিউজটিকে শ্রেণি সংযোগে সংযুক্ত করা হয়।