Question:তড়িৎ ক্ষমতা কী?
Answer
একটি বৈদ্যুতিক যন্ত্রের শক্তি রূপান্তরের হারকে ঐ যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলা হয়।
Question:তড়িৎ ক্ষমতা কী?
একটি বৈদ্যুতিক যন্ত্রের শক্তি রূপান্তরের হারকে ঐ যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলা হয়।
Question:তড়িৎ প্রবাহ কেন উৎপন্ন হয়?
তড়িৎ প্রবাহ হয় তড়িতক্ষেত্র বা বর্তনীর দুিই বিন্দুর বিভব পার্থক্যের কারণে। দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকলে ঐ বিন্দুদ্বয়ে মুক্ত ইলেকট্রনের ঘনত্বের তারতম্য থাকে। ইলেকট্রনসমূহ সকলে একই ধরনের (ঋণাত্মক) আধানবিশিষ্ট হওয়ায় পরস্পরকে বিকর্ষণ করে এবং এই বিকর্ষণের ফলে বেশি ঘনত্বের অঞ্চল হতে কম ঘনত্বের অঞ্চলে ইলেকট্রনসমূহ প্রবাহের দ্বারা বিদ্যুৎপ্রবাহের সূত্রপাত ঘটে।
Question:`(Omega)^(-1)` কীসের একক?
`(Omega)^(-1)` পরিবাহকত্বের একক।
Question:রোধের অনুক্রমিক সন্নিবেশ বলতে কী বোঝ?
কতকগুলো রোধকে যদি পরপর এমনভাবে সাজানো হয় যে প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত এবং বাকীগুলো এভাবে সংযুক্ত থাকে এবং প্রথম রোধের প্রথম প্রান্ত ও শেষ রোধের শেষ প্রান্তের মাঝে কোনো বিদ্যুৎ উৎস থাকে তবে তাকে রোধের অনুক্রমিক সন্নিবেশ বলে।
Question:গ্যালভানোমিটার কী?
গ্যালভানোমিটার হলো এমন একটি যন্ত্র যা দ্বারা তড়িৎ প্রবাহরে অস্তিত্ব নির্ণয় করা হয়।