চল তড়িৎ



  1. Question:তুল্যরোধ কী? 

    Answer
    রোধের কোনো সমবায়ের রোধগুলোর পরিবর্তে যে একটিমাত্রা রোধ ব্যবহার করলে বর্তনীর প্রবাহ ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না তাকে ঐ সমবায়ের তুল্যরোধ বলে।






    1. Report
  2. Question:তড়িৎ প্রবাহের দিক নির্দেশের প্রচলিত প্রথা কী? ব্যাখ্যা কর। 

    Answer
    প্রথম যখন চল তড়িৎ আবিষ্কার করা হয় তখন ধারণা করা হতো উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে ধনাত্মক আধান প্রবাহিত হয়। সরল তড়িৎকোষের ক্ষেত্রে তড়িৎপ্রবাহের প্রচলিত দিক ধনাত্মক তামার পাত থেকে ঋণাত্মক দস্তার পাতের দিক ধরা হয়। কিন্তু যেহেতু তড়িৎ প্রবাহিত হয় ঋণাত্মক আধান অর্থাৎ ইলেকট্রনের প্রবাহের জন্য কাজেই তড়িৎ প্রবাহের প্রকৃত দিক বা ইলেকট্রন প্রবাহের দিক হবে, নিম্নতর বিভব থেকে উচ্চতর বিভবের দিকে।






    1. Report
  3. Question:আপেক্ষিক রোধের একক কী? 

    Answer
    আপেক্ষিক রোধের একক `Omegam`






    1. Report
  4. Question:একটি তারকে টেনে লম্বা করলে এর রোধ বৃদ্ধি পায় কেন? 

    Answer
    তারের রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাস্তানুপাতিক। একটি তারকে টেনে লম্বা করলে এবং দৈর্ঘ্য বৃদিইধ পায় এবং আয়তন ধ্রুব থাকার কারণে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পায়। এ কারণে তারকে টেনে লম্বা করলে এর রোধ বৃদ্ধি পায়।






    1. Report
  5. Question:রোধের সন্নিবেশ কী? 

    Answer
    একাধিক রোধকে একত্রে সংযুক্ত করাকে বলা হয় রোধের সন্নিবেশ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd