চল তড়িৎ



  1. Question:কোনো বৈদ্যুতিক পাখার গায়ে লেখা 220V-60W AC এর অর্থ ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো বৈদ্যুতিক পাখার গায়ে 220V-60W AC এর অর্থ হচ্ছে যখন পাখাটি ভোল্ট 220V ভোল্ট-এর অধিক বিভবে যুক্ত করা হলে পাখাটি ক্ষতিগ্রস্থ হতে পারে।






    1. Report
  2. Question:অপরিবাহী পদার্থ কাকে বলে? 

    Answer
    যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না তাদের অপরিবাহী পদার্থ বলে।






    1. Report
  3. Question:’তামার তৈরি সকল পরিবাহকের আপেক্ষিক রোধ একই কিন্তু রোধ ভিন্নমানের কথাটি ব্যাখ্যা কর। 

    Answer
    আপেক্ষিক রোধ বস্তুর ধর্ম নয়, বরং এটি বস্তুর উপাদান বা পদার্থের ধর্ম। তাই তামার তৈরি সকল পরিবাহীর আপেক্ষিক রোধ একই মানের। কিন্তু রোধ বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। যেমন, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায় এবং প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়। সুতরাং তামার তৈরি ভিন্ন ভিন্ন পরিবাহী বা বস্তুর রোধ বিভিন্ন মানের হবে।






    1. Report
  4. Question:রোধের বিপরীত রাশিকে কী বলে? 

    Answer
    রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে।






    1. Report
  5. Question:সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান প্রতিটি রোধের মানের চেয়ে কম হয় কেন? 

    Answer
    একটি রোধের বদলে রোধের একটি সমান্তরাল সমবায়ের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে দিয়ে আধান বা ইলেকট্রন একাধিক বিকল্প পথে প্রবাহের সুযোগ পায়। এক্ষেত্রে যে পথে কম রোধ রয়েছে সেখান দিয়ে বেশি মানের তড়িৎ প্রবাহিত হয়। প্রকৃতপক্ষে কতগুলো রোধ সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা কোনো একটি রোধের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধির সমতুল্য। বিদ্যুৎ প্রবাহের একাধিক পথ থাকায় সমান্তরাল সমবায়ের তুল্যরোধের মান প্রতিটি রোধের মানের চেয়ে কম হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd