Question:পানিতে শব্দের দ্রুতি কত?
Answer
পানিতে শব্দের দ্রুতি `1450ms^(-1)`
Question:পানিতে শব্দের দ্রুতি কত?
পানিতে শব্দের দ্রুতি `1450ms^(-1)`
Question:বাতাসে ও পানিতে শব্দের দ্রুতি সমান নয় কেন? ব্যাখ্যা কর।
আমরা জানি, শব্দের দ্রুতি মাধ্যমের প্রকৃতি অর্থাৎ ঘনত্বের উপর নির্ভরশীল। বাতাস ও পানির ঘনত্ব সমান নয় বলে বাতাসে ও পানিতে শব্দের দ্রুতি সমান নয়।
Question:শব্দোত্তর তরঙ্গ কী?
যে তরঙ্গের কম্পাঙ্ক 20,000Hz এর চেয়ে বেশি তাকে শব্দোত্তর তরঙ্গ বলে।
Question:মানুষ সকল কম্পাঙ্কের শব্দ শুনতে পায় না কেন? ব্যাখ্যা কর।
বস্তুর কম্পনের ফলে বিভিন্ন কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয়। কিন্তু মানুষ সকল কম্পাঙ্কের শব্দ শুনতে পায় না। মানুষের ক্ষেত্রে এই শ্রাব্যতার পাল্লা 20Hz থেকে 20,000Hz এর মধ্যে। ফলে শব্দের কম্পাঙ্ক 20Hz থেকে কম এবং 20,000 Hz এর বেশি হলে মানুষ সৃষ্ট শব্দ শুনতে পায় না।
Question:শব্দের বেগ কাকে বলে?
শব্দ তরঙ্গের একক সময়ে অতিক্রান্ত দূরত্বকেই শব্দের বেগ বলে।