Question:মূলধ্বনি ও প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য 0.1সেকেন্ড এর কম হলে প্রতিধ্বনি শোনা যাবে না কেন?
Answer
কোনো শব্দ শোনার পর প্রায় 0.1 সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে। এ কারণে মূলধ্বনি ও প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য অন্ততঃ 0.1 সেকেন্ড হওয়া প্রয়োজন। সময়ের পার্থক্য 0.1 সেকেন্ড এর কম হলে প্রতিফলিত শব্দ 0.1 সেকেন্ড এর আগে ফিরে আসবে এবং মূল ধ্বনির সাথে মিশে যাবে ফলে মূল ধ্বনি থেকে প্রতিধ্বনিকে আলাদা করা যাবে না। অর্থাৎ প্রতিধ্বনি শোনা যাবে না।