Question:অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে?
Answer
যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর আলোড়নের দিকের সাথে সমান্তরালে স্পন্দিত হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে।
Question:অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে?
যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর আলোড়নের দিকের সাথে সমান্তরালে স্পন্দিত হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে।
Question:তরঙ্গের বৈশিষ্ট্যসমূহ লিখ।
তরঙ্গের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়- (ক) মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয় কিন্তু কণাগুলো স্থায়ী স্থানান্তর হয় না। (খ) যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। (গ) তরঙ্গ একস্থান থেকে অন্যস্থানের শক্তি সঞ্চালন করে। (ঘ) তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। (ঙ) তরঙ্গের প্রতিফলন ও উপরিপাতন ঘটে।
Question:শব্দের প্রতিফলনের একটি বাস্তব উদাহরণ দাও।
প্রতিধ্বনি প্রতিফলনের একটি বাস্তব উদাহারণ।
Question:সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন বুঝিয়ে লিখ।
আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1s। প্রতিধ্বনি শোনার জন্য মূলধ্বনি ও প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য অন্তত 0.1 সেকেন্ড হওয়া প্রয়োজন। 0.1 সেকেন্ডের চেয়ে কম সময়ে আগত প্রতিফলিত শব্বের প্রতিধ্বনি শোনা যাবে না। এ কারণে সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না।
Question:শব্দের তীক্ষ্মতা কী?
সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বুঝা যায় তাকে তীক্ষ্মতা বা পীচ বলে।