Question:পুকুরের ঢেউ এক পর্যায় বৃত্ত আন্দোলন ব্যাখ্যা কর।
Answer
পুকুরের পানিতে ঢেউ সৃষ্টি হলে পানির কণাগুলো সামনের দিকে অগ্রসর হয় না শুধু উপর নিচে ওঠানামা করে। অর্থাৎ এক্ষেত্রে পানির কণাগুলো পর্যাবৃত্ত স্পন্দন গতি লাভ করে। পানিতে পর্যায়ক্রমে তরঙ্গশীর্ষ ও তরঙ্গপাদ এর সৃষ্টি হয় যা একটি অনুপ্রস্থ তরঙেগ্র আকারে সঞ্চালিত হয়। সুতরাং পুকুরের পানির ঢেউ একটি পর্যাবৃত্ত আন্দোলন।