বস্তুর উপর তাপের প্রভাব



  1. Question:ক্যালরিমিতির মূলনীতি ব্যাখ্যা কর। 

    Answer
    যদি গ্রহণ ও বর্জনের সময় কোনো তপ নষ্ট না হয়, তবে বেশি তাপমাত্রার বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে কম তাপমাত্রার বস্তু সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। অর্থাৎ মোট বর্জিত তাপ = মোট গৃহীত তাপ। এটাই ক্যালরিমিতির মূলনীতি।






    1. Report
  2. Question:গলনাঙ্কের ওপর চাপের প্রভাব ব্যাখ্যা কর। 

    Answer
    গলন হলো কঠিন হতে তরল অবস্থায় রূপান্তর। বরফ যখন গলে তখন আয়তনে হ্রাস পায়। যেহেতু চাপ বাড়ালে পদার্থ আয়তনে সংকুচিত হয়, তাই বরফের ওপর চাপ বাড়ালে এর গলন সহজতর হয় বলে গলনাঙ্ক হ্রাস পায়। যেমন- স্বাভাবিক চাপে বরফ `0^0C` তাপমাত্রায় গললে ও উপযুক্ত চাপে এর গলনাঙ্ক হ্রাস পেয়ে- `2^0C` এ উপনীত হতে পারে।






    1. Report
  3. Question:দেহ থেকে ঘাম বের হলে পাখার বাতাসে ঠান্ডা অনুভূত হয় কেন ? 

    Answer
    দেহ থেকে ঘাম বের হলে পাখার দ্বারা তাড়িত হয়ে বাতাস সরাসরি ঘামের পানির সংস্পর্শে আসে। বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি না হলে তা েএই পানির শোষণ করে নেয়। এ সময় পানি তরল হতে বাষ্পাবস্থায় রূপান্তরিত হওয়ার জন্যে প্রয়োজনীয় সুপ্ততাপ শরীর হতে গ্রহণ করে বলে ঠান্ডা অনুভূত হয়।






    1. Report
  4. Question:শব্দদূষণের কারণ ব্যাখ্যা কর। 

    Answer
    মােইকের অবাধ ব্যবহার, ঢোলের শব্দ, বোমাবাজি, পটকা ফাটানোর আওয়াজ, কল কারখানার শব্দ, গাড়ির হর্ণের আওয়াজ, উচ্চ আওয়াজে চালিত টেপরেকর্ডার ও টেলিফোনের শব্দ দূষণের প্রধান কারণ।






    1. Report
  5. Question:পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন? ব্যাখ্যা কর। 

    Answer
    পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কারণ এই তরঙ্গ পানির কণার স্পন্দনের দিকে সাথে সমকোণো অগ্রসর হয় এবং তরঙ্গে পর্যায়ক্রমে তরঙ্গশীর্ষ ও তরঙ্গপাদ থাকে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd