Question:গলনাঙ্ক কাকে বলে?
Answer
যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থের গলন শুরু হয় তাকে ঐ পদার্থের গলনাঙ্ক বলে।
Question:গলনাঙ্ক কাকে বলে?
যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থের গলন শুরু হয় তাকে ঐ পদার্থের গলনাঙ্ক বলে।
Question:স্ফুটনাঙ্ক কাকে বলে?
যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরলের স্ফুটন হয় তাকে ঐ তরলের স্ফুটনাঙ্ক বলে।
Question:পদার্থের তাপমাত্রিক ধর্ম বলতে কী বোঝ?
তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে পদার্থের বিশেষ বিশেষ ধর্মকে কাজে লাগানো হয়। তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায় সে ধর্মকে তাপমাত্রিক ধর্ম বলে। যেমন: পরিবাহীর রোধ তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, সুতরাং রোধ হলো একটি তাপমাত্রিক ধর্ম।
Question:তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ `16.7xx10^(-6)K^(-1)` বলতে কী বোঝ?
1m দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দন্ডের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ঐ দন্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ `16.7xx10^(-6)K^(-1)` বলতে বুঝায় যে, 1m দৈর্ঘ্যের তামার দত্তের তাপমাত্রা 1K বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য `16.7xx10^(-6)m` বৃদ্ধি পায়।
Question:ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ `22xx10^(-6)K^(-1)` বলতে কী বোঝ?
`1m^2` ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ `22xx10^(-6)K^(-1)` বলতে বুঝায় যে, `1m^2` ক্ষেত্রফলের কোনো ইস্পাত খন্ডের তাপমাত্রা 1K বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল `22xx10^(-6)m(2)` বৃদ্ধি পায়।