Question:পদার্থের অভ্যন্তরীন শক্তি কাকে বলে?
Answer
পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিকে অভ্যন্তরীণ শক্তিবলে।
Question:পদার্থের অভ্যন্তরীন শক্তি কাকে বলে?
পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিকে অভ্যন্তরীণ শক্তিবলে।
Question:দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে?
কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে।
Question:ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে?
`1m^2` ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্তের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ।
Question:কঠিন পদার্থের আয়তন প্রসারণ কাকে বলে?
কোনো কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। একে আয়তন প্রসারণ বলে।
Question:তরলের আপাত প্রসারণ কাকে বলে?
পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে, তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের আপাত প্রসারণ বলে।