বস্তুর উপর তাপের প্রভাব



  1. Question:কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ জানা প্রয়োজন কেন? 

    Answer
    নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধিতে পদার্থ কতটুকু প্রসারিত হয় তা অনেক সময় জানা প্রয়োজন হয়। দৈর্ঘ্য প্রসারাঙ্ক জানা থাকলে পদার্থের প্রসারণে এই পরিমাণ জানা সম্ভব হয়। যেমন- রেল লাইনে নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধিতে কতটুকু প্রসারিত হবে তা জানা থাকলে লাইন বেঁকে যাওয়া জনিত রেল দুর্ঘনা এড়ানো সম্ভব হয়।






    1. Report
  2. Question:ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাংক কত? 

    Answer
    ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্ক `32^0F`।






    1. Report
  3. Question:টানা তরগুলো টানটান অবস্থায় থাকলে কী ঘটতো? 

    Answer
    টানা তারগুলো টানটান অবস্থায় থাকলে তাপমাত্রা হ্রাসে তারে টান সৃষ্টি হতো। ফলে তারটি ছিড়ে যাবার সমূহ সম্ভাবনা থাকতো।






    1. Report
  4. Question:সেলসিয়াস স্কেলে বরফের গলনাংক কত? 

    Answer
    সেলসিয়াস স্কেলে বরফের গলনা্ঙ্ক `0^0C`।






    1. Report
  5. Question:কেলভিন কাকে বলে? 

    Answer
    পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে এক কেলভিন বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd