Question:বাষ্পায়ন কী?
Answer
যেকোনো তাপমাত্রায় তরল পদার্থ ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতিকে বাষ্পায়ন বলে।
Question:বাষ্পায়ন কী?
যেকোনো তাপমাত্রায় তরল পদার্থ ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতিকে বাষ্পায়ন বলে।
Question:গলনাঙ্কের উপর চাপের প্রভাব বলতে কী বুঝ?
পদার্থের ওপর চাপের হৃাস-বৃদ্ধির জন্য গলনাঙ্ক পরিবর্তিত হয় চাপের জন্য গলনাঙ্ক পরিবর্তন দুইভাবে হতে পারে। ১. কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন বৃদ্ধি পায়, যেমন- মোম, তামা, ইত্যাদি; চাপ বাড়লে ঐ সব পদার্থের গলনাঙ্ক বেড়ে যায় অর্থাৎ বেশি তাপমাত্রায় গলে। বর্ধিত চাপ পদার্থের আয়তন বৃদ্ধি অসুবিধা করে দেয় ফলে গলনাঙ্ক বেড়ে যায়। ২. আবার যেসব পদার্থের আয়তন গলনের ফলে হ্রাস পায়, যেমন ঢালাই লোহা, বরফ, অ্যান্টিমনি, বিসমাথ ইত্যাদি। এদের ক্ষেত্রে চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায় অর্থাৎ, এরা কম তাপমাত্রায় গলে। বর্ধিত চাপ পদার্থের আয়তন সংকোচনে সুবিধা করে দেয়। ফলে এদের গলনাঙ্ক কমে যায়।
Question:তরলের প্রসারণ কয় প্রকার?
তরলের প্রসারণ দুই প্রকার।
Question:বিভিন্ন বস্তুর তাপধারণ ক্ষমতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে- ব্যাখ্যা কর।
কোনো বস্তুর অন্তর্নিহিত তাপশক্তির পরিমাণ বস্তুটির ভর, উপাদান এবং তাপমাত্রার ওপর নির্ভর করে। এই তিনটি বিষয়ের জন্য বিভিন্ন বস্তুর তাপধারণ ক্ষমতা বিভিন্ন হয়। একই পদার্থের বিভিন্ন ভরের বস্তুর তাপমাত্রা সমপরিমাণ বৃদ্ধি করতে বিভিন্ন পরিমাণ তাপের প্রয়োজন হয়। সমভরের বিভিন্ন উপাদানের বস্তুর সমপরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য বিভিন্ন পরিমাণ তাপের প্রয়োজন হয়। একই বস্তুর (ভর ও উপাদান একই) বিভিন্ন পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য বিভিন্ন পরিমাণ তাপের প্রয়োজন হয়।
Question:ত্রৈধ বিন্দু তাপমাত্রায় পানি কয়টি অবস্থায় অবস্থান করে?
ত্রৈধবিন্দু তাপমাত্রায় পানি তিনটি অবস্থায় অবস্থান করে।