বস্তুর উপর তাপের প্রভাব



  1. Question:তাপ পরিবাহকত্ব কাকে বলে? 

    Answer
    কোনো পদার্থের একক পুরুত্ব এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো খন্ডের দুই বিপরীত সমান্তরাল পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য 1 K হলে, প্রতি সেকেন্ডে এর উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয় তাকে ঐ পদার্থের তাপ পরিবাহকত্ব বলে।






    1. Report
  2. Question:তাপের পরিবহন ও পরিচলনের মধ্যে পার্থক্য লিখ। 

    Answer
    (ক) পরিবহন: মাধ্যমের কণাগুলোর স্থানচ্যুতি ঘটে না।
    পরিচলন: মাধ্যমের কণাগুলোর স্থানচ্যুতি ঘটে।
    (খ) পরিবহন: সকল সম্ভাব্য পথে তাপ সঞ্চালিত হয়।
    পরিচলন: মাধ্যমের উত্ত্প্ত অণুগুলোর প্রবাহ রেখা অনুযায়ী তাপ সঞ্চালিত হয়।
    (গ) পরিবহন: এটি একটি ধীর পদ্ধতি।
    পরিচলন: এটি পরিবহনের চেয়ে অপেক্ষাকৃত দ্রুত পদ্ধতি।
    (ঘ) পরিবহন: সাধারণত কঠিন পদার্থে এ পদ্ধতি তাপ সঞ্চালিত হয়।
    পরিচলন: তরল ও বায়বীয় পদার্থে তাপ সঞ্চালিত হয়।






    1. Report
  3. Question:আয়তন প্রসারণ সহগ কাকে বলে? 

    Answer
    `1m^3`েআয়তন বিশিষ্ট কোন কঠিন বস্তুর তাপমাত্রা 1 K বৃদ্ধি করলে ঐ বস্তুর আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের আয়তন প্রসারণ সহগ বলে।






    1. Report
  4. Question:স্ফুটনাঙ্ক কাকে বলে? 

    Answer
    যে তাপমাত্রায় নির্দিষ্ট চাপে কোন তরল পদার্থে স্ফুটন সংঘটিত হয় অর্থাৎ তরল ফুটতে থাকে তাকে স্ফুটনাংক বলে।






    1. Report
  5. Question:সব কঠিন পদার্থের প্রসারণ এক হয় না কেন- ব্যাখ্যা কর। 

    Answer
    তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ প্রসারিত হয়। তাপমাত্রা বৃদ্ধির কারণে কঠিন বস্তুর অণুগুলো যে স্পন্দিত হতে থাকে তা সরলছন্দিত স্পন্দন নয়। দুই অণুর মধ্যে দূরত্ব সাম্যাবস্থার তুলনায় যদি কমে যায় তাহলে বিকর্ষণ বল দ্রুত বৃদ্ধি পায় কিন্তু এদের মধ্যে দূরত্ব সাম্যাবস্থার তুলনায় বৃদ্ধি পেলে আকর্ষণ বল তত দ্রুত বৃদ্ধি পায় না। ফলে তাপমাত্রা বৃদ্ধি পাবার ফলে কঠিন বস্তুর মধ্যে অণুগুলো যখন ছুটাছুটি করে তখন একই শক্তি নিয়ে ভিতরের দিকে যতটা সরে আসতে পারে বাইরের দিকে তার চেয়ে বেশি সরে আসতে পারে ফলে বস্তুটি তাপে প্রসারণ লাভ করে। বিভিন্ন কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক বলের মান বিভিন্ন হওযার কারণে সাম্যাবস্থার তুলনায় দুই অণুর মধ্যবর্তী দূরত্ব কম বা বেশি হওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এ কারণে সব কঠিন পদার্থের প্রসারণ তাপ প্রয়েঅগে এক হয় না।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd