Question:বাষ্পীভবন কী?
Answer
পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে।
Question:বাষ্পীভবন কী?
পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে।
Question:ঘনীভবন কাকে বলে?
উষ্ণতার হ্রাস ঘটিয়ে কোনো পদার্থের বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে।
Question:পুনঃ শিলীভবন কাকে বলে?
চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে ও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে পুনঃশিলীভবন বলে।
Question:গলনের সুপ্ততাপ কাকে বলে?
তাপমাত্রা গলনাঙ্কে স্থির রেখে যে পরিমাণ তাপ কঠিন পদার্থকে তরল অবস্থায় রূপান্তরিত করে তাকে ঐ পদার্থের গলনের সুপ্ততাপ বলে।
Question:বাষ্পীভবনের সুপ্ততাপ কাকে বলে?
তাপমাত্রা স্ফুটনাঙ্কে স্থির রেখে যে পরিমাণ তাপ তরল পদার্থকে বাষ্পে রূপান্তরিত করে তাকে বাষ্পীভবনের সুপ্ততাপ বলে।