স্থির তড়িৎ



  1. Question:’আবেশী ও আবিষ্ট আধান একটি অন্যটির বিপরীতধর্মী’ ব্যাখ্যা কর। 

    Answer
    আহিত বস্তু যে আধান তড়িৎ আবেশের মাধ্যমে পরিবাহকে আবেশ সৃষ্টি করে তাকে আবেশী আধান বলে এবং তড়িৎ আবেশের ফলে কোনো পরিবাহকে যে আধানের সঞ্চার হয় তাকে আবিষ্ট আধান বলে। আবেশ প্রক্রিয়ায় তড়িৎ আকর্ষণের কারণে আবিষ্ট বস্তুতে আধান সৃষ্টি হওয়ায় এবং পরস্পর বিপরীতধর্মী আধানের কারণে আকর্ষণ বলের সৃষ্টি হওয়ায় আবেশী ও আবিষ্ট আধান একটি অন্যটির বিপরীতধর্মী।






    1. Report
  2. Question:তড়িৎ প্রবাহ কাকে বলে? 

    Answer
    কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত আধানকে তড়িৎ প্রবাহ বলে।






    1. Report
  3. Question:রূপার আপেক্ষিক রোধ `1.6xx10^(-8)Omegam` বলতে কী বোঝায়? 

    Answer
    কোনো পরিবাহীর একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের রোধকে ঐ পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে।
    সুতরাং রূপার আপেক্ষিক রোধ `1.6xx10^(-8)Omegam` বলতে বোঝায় রূপার 1m দৈর্ঘ্যের ও `1m^2` প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো অংশের রোধ হবে `1.6xx10^(-8)Omega`।






    1. Report
  4. Question:আবেশী আধান কাকে বলে? 

    Answer
    যে আধান কোনো অনাহিত পরিবাহীতে তড়িৎ আবেশের সৃষ্টি করে তাকে আবেশী আধান বলে।






    1. Report
  5. Question:তড়িৎ বল উদাহরণসহ ব্যাখ্যা কর। 

    Answer
    দুটি সমধর্মী বা বিপরীতধর্মী আধানের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে তড়িৎ বল বা স্থিরতড়িৎ বল বলে। যেমন, একটি ধনাত্মক আধানে আহিত প্লাস্টিক দন্ডকে নাইলনের সুতা দিয়ে ঝুলিয়ে দিয়ে একটি ঋণাত্মক আধানে আহিত পলিথিনের দন্ডকে এর নিকটে আনা হলে প্লাস্টিকের দন্ডটি পলিথিনের দন্ডের দিকে ঘুরে যাবে।  এ থেকে বুঝা যায়, আধান থাকার কারণে দুটি বস্তু পরস্পরের উপর বল প্রয়োগ করে যা তড়িৎ বল নামে পরিচিত।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd