স্থির তড়িৎ



  1. Question:তড়িৎ তীব্রতা কী রাশি? 

    Answer
    তড়িৎ তীব্রতা ভেক্টর রাশি।






    1. Report
  2. Question:তড়িৎধারক কীভাবে কাজ করে? 

    Answer
    েএকটি ব্যাটারিকে একটি তড়িৎধারকের দুটি আন্তরিত ধাতবপাতের সাথে সংযুক্ত করলে ব্যাটপারির ঋণাত্মক দন্ড থেকে ইলেকট্রন একটি পাতে প্রবাহিত হয় এবং এটি ঋণাত্মক আধানে আহিত হয়। ধারকের অন্য পাত থেকে েইলেকট্রন ব্যাটারির ধনাত্মক দন্ডে প্রবাহিত হয়, ফলে ঐ পাত ধনাত্মকভাবে আহিত হয়। তড়িৎধারকে েএভাবে কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করে রাখা হয়।






    1. Report
  3. Question:তড়িৎ বলরেখা কাকে বলে? 

    Answer
    তড়িৎক্ষেত্রে একটি মুক্ত ধানাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমন করে তাকে তড়িৎ বলরেখা বলে।






    1. Report
  4. Question:তড়িৎক্ষেত্রের বিস্তৃতি ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো আধানের চারপাশে একটি এলাকা জুড়ে এর প্রভাব পরিলক্ষিত হয় যে এলাকার মধ্যে অন্য কোনো আধান স্থাপন করা হলে এর উপর একটি বল ক্রিয়া করে। এ এলাকাকে তড়িৎক্ষেত্র বলে।
    তাত্ত্বিকভাবে তড়িৎক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত।






    1. Report
  5. Question:তড়িৎবীক্ষণ যন্ত্র কী? 

    Answer
    যে যন্ত্রের সাহায্যে কোন বস্তু তড়িৎগ্রস্থ কিনা তা যাচাই করা যায় এবং তড়িৎগ্রস্থ বস্তুর চার্জের প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd