Question:দুটি বস্তুর পারস্পরিক ঘর্ষণের ফলে কী উৎপন্ন হয়?
Answer
আধান।
Question:দুটি বস্তুর পারস্পরিক ঘর্ষণের ফলে কী উৎপন্ন হয়?
আধান।
Question:সুষম তড়িৎক্ষেত্র বলতে কী বোঝ?
কোনো তড়িৎক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্য যদি একই হয় অর্থাৎ তড়িৎক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্যের মান সমান এবং দিক একই হয় তবে ঐ তড়িৎক্ষেত্রকে সুষম তড়িৎক্ষেত্র বলা হয়। সুষম তড়িৎক্ষেত্রের বলরেখাগুলোর পরস্পর সমান্তরাল ও সম ঘনত্ববিশিষ্ট হয়।
Question:বজ্র নিরোধক কী?
অনাকাঙ্খিত বজ্রপাত থেকে বাড়িঘর রক্ষার জন্য বাড়ির ছাদের চেয়ে উঁচু করে ধাতব দন্ডের সাহায্যে মাটির অনেক গভীর পর্যন্ত পুতে রাখা হয় এবং এই দন্ডকেই বজ্র নিরোধক বলে।
Question:আকাশে বিজলী চমকায় কেন?
মেঘে মেঘে ঘর্ষণের ফলে স্থির বৈদ্যুতিক আধান উৎপন্ন হয়। আহিত দুৎটি মেঘ খন্ডের অবস্থান কাছাকাছি থাকলে বিদ্যুৎক্ষরণ চলতে থাকে এবং আলোর ঝলকানি দেখা যায়। এভাবেই আকাশে বিজলী চমকায়।
Question:ধারক কী?
যে যান্ত্রিক কৌশল চার্জ সঞ্চয় করে রাখতে পারে এবং প্রয়োজনের সময় চার্জ সরবরাহ করে তাকে ধারক বলে।