গতি



  1. Question:অসম বেগ কাকে বলে? 

    Answer
    কোনো গতিশীল বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে সময়ের সাথে সরণের মান অথবা দিক অথবা উভয়ই পরিবর্তিত হয় তবে বস্তুর ঐ সরণের হারকে অসমবেগ বলে।






    1. Report
  2. Question:পরম গতি কী? 

    Answer
    পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে।






    1. Report
  3. Question:সুষম ত্বরণের একটি প্রাকিৃতিক উদাহরণ দাও। 

    Answer
    অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ।






    1. Report
  4. Question:প্রস্ঙ্গ কাঠামো কাকে বলে? 

    Answer
    যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে।






    1. Report
  5. Question:ঘূর্ণন গতি কাকে বলে? 

    Answer
    যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd