গতি



  1. Question:মন্দনের মাত্রা লিখ। 

    Answer
    মন্দনের মাত্রা `LT^(-2)`।






    1. Report
  2. Question:তাৎক্ষণিক দ্রুতি ব্যাখ্যা কর। 

    Answer
    কোন মুহূর্তকে ঘিরে অতি ক্ষুদ্র সময় ব্যবধানে সময়ের সাথে বস্তুর পরিবর্তনের হারকে ঐ মুহূর্তের দ্রুতি অর্থাৎ তাৎক্ষণিক দ্রুতি বলে।






    1. Report
  3. Question:স্থিতি কী? 

    Answer
    সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান অপরিবতর্িত থাকাকে স্থিতি বলে।






    1. Report
  4. Question:কোনো গাড়ির দ্রুতি `50kmh^(-1)` বলতে কী বোঝ? 

    Answer
    কোন গাড়ির দ্রুতি `50kmh^(-1)` বলতে বোঝায়: 
    (ক) গাড়িটির অবস্থান পরিবর্তনের হার = `50kmh^(-1)`এই অবস্থান পরিবর্তনের হার সরল বা বক্রপথে যেকোন দিকে হতে পারে।
    (খ) গাড়িটি প্রতি ঘন্টায় 50 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।






    1. Report
  5. Question:বেগ ভেক্টর রাশি কেন? 

    Answer
    আমরা জানি, পারিপার্শিকের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। সুতরাং সংজ্ঞানুসারে। বেগের মান ও দিক উভয়েই রয়েছে। অন্য কথায়, বেগ সংজ্ঞায়িত করতে মান দিক উভয়ই নির্দেশের প্রয়োজন হয় বলে এটি েএকটি ভেক্টর রাশি। উল্লেখ্য যে, বেগকে পরিবর্তন করতে হলে এর মান অথবা, দিক অথবা উভয়ই পরিবর্তন করতে হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd