Question:ঋণাত্মক ত্বরণ কী?
Answer
সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বলে।
Question:ঋণাত্মক ত্বরণ কী?
সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বলে।
Question:নিউটরেন দ্বিতীয় সূত্র হতে কীভাবে প্রথম সূত্রটি প্রতিপাদন করা যায়?
নিউটনের ২য় সূত্র থেকে আমরা জানি, `F=ma=m((v-u)/t)` বা m(v-u)=Ft এখন যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয়, অর্থা F = 0 হয়, তবে, m(v-u)=0 বা v-u=0 `[.:m!=0]` `:.v=u` সুতরাং বাইরে থেকে বস্তুর ওপর কোনো বল প্রযুক্ত না হলে, বস্তুর বেগের কোনো পরিবর্তন হয় না।
Question:সমবেগ কী?
যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবতর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সমবেগ বলে।
Question:নিউটনের গতির ২য় গতিসূত্রটি লিখ।
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানযুপাতিরক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সে দিকে ঘটে।
Question:‘পরম গতি ও পরম স্থিতি বলতে কিছু নেই- উক্তিটি ব্যাখ্যা কর।
এ মহাবিশ্বের কোনো বস্তুই স্থির নয়। বরং একে অপরের সাপেক্ষে গতিশীল। তাই পরম স্থিতি বলতে কিছু নেই। আর, পরম গতির সংজ্ঞা দেয়া হয় পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে। যেহেতু পরম স্থিতিশীল এরূপ কোনো বস্তু নেই, তাই পরম গতি বলতেও কিছু নেই।