Question:ধীর গতিতে গতিশীল গাড়ী থেকে নামার সময় যাত্রীকে সামনের দিকে দৌড়াতে দেখা যায় কেন?
Answer
ধীর গতিতে গতিশীল গাড়ীর যাত্রীও গতি জড়তায় থঅকে। যাত্রী গতিশীল গাড়ি হতে হঠাৎ নেমে পড়লে সে গতি জড়তার জন্য সামনের দিকে পড়ে যেতে পারে। তাই সে সামনের দিকে দৌড় দেয় এবং স্বাভাবিক হওয়া পর্যন্ত সামনের দিকে দৌড়াতে থাকে।