গতি



  1. Question:ধীর গতিতে গতিশীল গাড়ী থেকে নামার সময় যাত্রীকে সামনের দিকে দৌড়াতে দেখা যায় কেন? 

    Answer
    ধীর গতিতে গতিশীল গাড়ীর যাত্রীও গতি জড়তায় থঅকে। যাত্রী গতিশীল গাড়ি হতে হঠাৎ নেমে পড়লে সে গতি জড়তার জন্য সামনের দিকে পড়ে যেতে পারে। তাই সে সামনের দিকে দৌড় দেয় এবং স্বাভাবিক হওয়া পর্যন্ত সামনের দিকে দৌড়াতে থাকে।






    1. Report
  2. Question:চাঁদের অভিকর্ষজ ত্বরণ 1.63`ms^(-2)` বলতে কী বোঝায়? 

    Answer
    চাঁদের অভিকর্ষজ ত্বরণ 1.63`ms^(-2)` বলতে বোঝায় চন্দ্র পৃষ্ঠ হতে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার বেগ প্রতি সেকেন্ডে 1.63`ms^(-2)`  হারে হ্রাস পায়। অর্থাৎ বস্তুটিকে 1.63`ms^(-2)`  ত্বরণে চাঁদের কেন্দ্রের দিকে আকর্ষণ করে।






    1. Report
  3. Question:স্পন্দন গতি কাকে বলে? 

    Answer
    পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি তার পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে তবে সেই গতিকে স্পন্দন গতি বলে।






    1. Report
  4. Question:আবর্ত ঘর্ষণ কী? 

    Answer
    যখন একটি বস্তু একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে।






    1. Report
  5. Question:গাড়ির টায়ারের পৃষ্ঠে খাঁজ কাটা থাকে কেন? 

    Answer
    রাস্তা ও টায়ারের মধ্যবর্তী ঘর্ষণ বল সর্বোচ্চ করার জন্য গাড়ির টায়ারের পৃষ্ঠ খাঁজকাটা থাকে।
    যানবাহন চলাচলের সময় প্রয়োজন অনুযায়ী গতি হ্রাসের জন্য রাস্তা ও টায়ারের মধ্যবর্তী ঘর্ষণ বল বৃদ্ধি করে চাকার ঘূর্ণনকে কমানোর জন্য টায়ারের পৃষ্ঠ খাঁজ কাটা থাকে। এই খাঁজের কারণে ঘর্ষণ বল যত বেশি হবে গাড়ির গতিকে তত ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd