গতি



  1. Question:পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর। 

    Answer
    পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি হলো- স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে তা ঐ সময়ের (t) বর্গের সমানুপাতিক অর্থাৎ, `h prop t^2`। 
    কোনো বস্তুকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়তে দেওয়া হলে তবে এক সেকেন্ডে যদি এটি h দূরত্ব অতিক্রম করে তবে দুই সেকেন্ডে এটি `h xx 2^2` বা 4h দূরত্ব, তিন সেকেন্ডে এটি `h xx 2^2` বা 9h দূরত্ব অতিক্রম করবে। সুতরাং `t_1, t_2, t_3`..... সেকেন্ডে যদি বস্তুর অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে `h_1, h_2, h_3`....... ইত্যাদি হয় তবে `h_1/(t^2)_1=h_2/(t^2)_2=h_2/(t^2)_3`=..........= ধ্রুবক।






    1. Report
  2. Question:ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়? 

    Answer
    দুটি বস্তুর স্পর্শতলের অমসৃণতার কারণে ঘর্ষণ বল উৎপন্ন হয়। আপত দৃষ্টিতে কোনো বস্তুর তলকে মসৃণ বলে মনে হলেও অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে এর উপর অনেক উঁচু-নিচু খাঁজ লক্ষ করা যায়। যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হয়, তখন উভয় বস্তুর স্পর্শতলের এ খাঁজগুলো একটির ভিতর আরেকটি ঢুকে যায় অর্থাৎ খাঁজগুলো পরস্পর আটকে যায়। এর ফলে একটি তলের উপর দিয়ে অপর তলের গতি বাধাপ্রাপ্ত হয়। এভাবে ঘর্ষণ বলের উদ্ভব ঘটে।






    1. Report
  3. Question:সরণ কী? 

    Answer
    নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।






    1. Report
  4. Question:গাড়ির দ্রুতি কী দ্বারা মাপা হয়? 

    Answer
    স্পিডোমিটার দ্বারা গাড়ীর দ্রুতি মাপা হয়।






    1. Report
  5. Question:কোনো বস্তুর তরণ `5ms^(-2)` পশ্চিম বলতে কী বোঝ? 

    Answer
    কোনো বস্তুর ত্বরণ `5ms^(-2)` পশ্চিম বলতে বোঝায়- বস্তুটির বেগ পশ্চিমদিকে প্রতি সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড (`5ms^(-2)`) হারে বৃদ্ধি পায়। 
    অর্থাৎ, বস্তুটির ত্বরণ হল `5ms^(-2)` এবং এই বেগ বৃদ্ধির দিক হচ্ছে আদি অবস্থান থেকে সোজা পশ্চিম দিকে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd