গতি



  1. Question:অসম দ্রুতি কী? 

    Answer
    বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে সে দ্রুতিকে অসম দ্রুতি বলে।






    1. Report
  2. Question:সরণ কাকে বলে? 

    Answer
    পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো দির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।






    1. Report
  3. Question:সম-বেগে চলন্ত বস্তুর ত্বরণ নেই কেন? ব্যাখ্যা কর। 

    Answer
    সমবেগে চলন্ত বস্তুর বেগের মানের পরিবর্তন ঘটে না বলে বেগের পরিবর্তনের হার শূন্য হয়। এর কারণে ত্বরণও শূন্য হয়। অর্থাৎ `a=(v-u)/t=(v-v)/t`






    1. Report
  4. Question:সুষম দ্রুতি কী? 

    Answer
    কোনো ব্সতুর গতিকালে বস্তুটি যদি সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ঐ বস্তুর দ্রুতিকে সূষম দ্রুতি বলে।






    1. Report
  5. Question:অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য লেখ। 

    Answer
    (ক) অতিক্রান্ত দূরত্ব: গতিশীল কণার প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যবর্তী পথের দৈর্ঘ্য বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব।
    সরণ: একটি নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তু কণার অবস্থানের পরিবর্তনই বস্তুর সরণ।
    (খ) অতিক্রান্ত দূরত্ব: অতিক্রান্ত দূরত্বের শুধু মান আছে; দিক নেই। তাই এটি স্কেলার রাশি।
    সরণ: সরণের মান ও দিক উভয়ই আছে বলে এটি ভেক্টর রাশি।
    (গ) অতিক্রান্ত দূরত্ব: কোনো গতিশীল কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না।
    সরণ: কোনো গতিশীল কণার সরণ শূন্য হতে পারে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd