Question:মন্দন কাকে বলে?
Answer
সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দুন বলে।
Question:মন্দন কাকে বলে?
সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দুন বলে।
Question:তাৎক্ষণিক বেগ ব্যাখ্যা কর।
িএকটি বস্তু চলার সময় এর বেগ বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে, যেমন ত্বরণে গতিশীল বস্তু বেগ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। এ অবস্থায় কোনো বিশেষ মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে। ঐ মুহূর্তে অতি ক্ষুদ্র সময় ব্যবধানের সরণকে ঐ ক্ষুদ্র সময় দ্বারা ভাগ করলে ঐ মুর্হর্তের তাৎক্ষণিক বেগ পাওয়া যায়।
Question:স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ বনাম সময় লেখ-এর প্রকৃতি কীরূপ হয়?
স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ বনাম সময় লেখ একটি মূলবিন্দুগামী সরলরেখা হবে।
Question:একটি মোটরগাড়ি `2ms^(-2)` সুষম ত্বরণে চলা শুরু করল বলতে কী বোঝ?
আমরা জানি কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সে ত্বরণকে সুষম ত্বরণ বলে। মোটরগাড়িটি `ms^(-2)` সুষম ত্বরণে চলা শুরু করল বলতে বুঝায় গাড়িটির বেগ প্রতি সেকেন্ডে `ms^(-1)` হারে বৃদ্ধি পায়।
Question:দ্রতি কাকে বলে?
যেকোনো দিকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে।