গতি



  1. Question:ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান `9.8ms^(-2)` বলতে কি বোঝ? 

    Answer
    অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে, যা সুষম ত্বরণের একটি ঋৎকৃষ্ট প্রাকৃতিক উদাহরণ। ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান `9.8ms^(-2)` বলতে বুঝায়, ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত যেকোনো বস্তুর ত্বরণ হয় `9.8ms^(-2)` অর্থাৎ বস্তুটি যখন ভূ-পৃষ্ঠের দিকে আসতে থাকে তখন এর বেগ প্রতি সেকেন্ডে `9.8ms^(-1)` করে বাড়তে থাকে।






    1. Report
  2. Question:ঋণাত্মক ত্বরণকে কী বলা হয়? 

    Answer
    ঋণাত্মক ত্বরণকে মন্দুন বলা হয়।






    1. Report
  3. Question:গড়বেগ ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো বস্তু অসম বেগে চললে েএকক সময়ে গড়ে যে দূরত্ব অতিক্রম করেতাকে গড় বেগ বলে। নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে গড় বেগ পাওয়অ যায়। s সময়, t দূরত্ব অতিক্রম বলে গড় বেগ।
    `bar v = s/t`






    1. Report
  4. Question:গতি কাকে বলে? 

    Answer
    যখন কোনো বস্তু সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে গতিশীল এবং বস্তুর এ অবস্তাকে গতি বলে।






    1. Report
  5. Question:সমবেগে গতিশীল বসতউর সরণ-সময় লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? কেন? 

    Answer
    সমবেগে গতিশীল বস্তুর সরণ-সময় লেখচিত্র মূল বিন্দুগামী সরল রেখা হবে। কারণ সমবেগের ক্ষেত্রে সরণ, s=vt। যা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd