Question:পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি লিখ?
Answer
স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ৈঐ সময়ের সমানুপাতিক।
Question:পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি লিখ?
স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ৈঐ সময়ের সমানুপাতিক।
Question:সমমন্দনে চলন্ত একটি বস্তুর বেগ বনাম সময় লেখ এর প্রকৃতি ব্যাখ্যা কর।
গতিশীল কোন বস্তু চলতে চলতে হঠাৎ করে মন্দনের শিকার হলে বস্তুটির বেগ ক্রমেই কমে আসবে। এক পর্যায়ে বস্তুটির বেগ শূন্য হয়ে স্থির অবস্থায় আসবে। সুতরাং x অক্ষ বরাবর সময় (t) এবং Y অক্ষ বরাবর বেগ (v) অঙ্কন করলে লেখের প্রকৃতি একটি সরলরেখা হবে এবং তা নিম্নমুখী হবে।
Question:“সকল স্থিতিই আপেক্ষিক স্থিতি” ব্যাখ্যা কর।
আমরা জানি এ মহাবিশ্বের কোনো কিছুই স্থির নয়। সুতরাং পরম স্থির বলে কিছু নেই। সুতরাং আমরা যা স্থির দেখি তা প্রকৃত পক্ষে স্থির নয়, পারিপার্শি্কের সাপেক্ষে স্থির। সুতরাং আমরা বলতে পারি সকল স্থিতিই আপেক্ষিক স্থিতি।
Question:স্পন্দন গতি কী?
পর্যায়বৃত্ত সম্পন্ন কোন বস্তু যদি পর্যায়কালের অধর্েক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকী অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে।
Question:সমত্বরণে ও সমবেগে চলন্ত বস্তুর বেগ কীরূপ হবে?
সমবেগের ক্ষেত্রে সময়ের সাথে বস্তুটির বেগের কোনো পরিবর্তন হয় না। কারণ, বস্তুটি সমবেগে চলে। আবার, বস্তুটি সুষম ত্বরণে চলে বলে সময়ের সাথে এর বেগ সরল রৈখিক ভাবে পরিবর্তিত হয়।