পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:দিনের বেলায় চাঁদকে সাদা দেখালেও সূর্যাস্তের পর চাঁদকে কেমন দেখায়- ব্যাখ্যা কর। 

    Answer
    দিনের বেলায় আকাশ কর্তৃক বিক্ষিপ্ত হালকা নীল আলো চাঁদের নিজস্ব রঙের সাথে মিশে যায়। এ দুইটি বর্ণের মিশ্রণের ফলে চোখে চাঁদকে সাদা বলে মনে হয়।
    কিন্তু সূর্যাস্তের পর আকাশের হালকা নীল রঙ লোপ পায় বলে চাঁদকে হলদে বলে মনে হয়।






    1. Report
  2. Question:কোন দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন হয়? 

    Answer
    সমতল গোলীয় দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন হয়।






    1. Report
  3. Question:ব্যাপ্ত প্রতিফলন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? 

    Answer
    যদি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর তারা সমান্তরাল থাকে না বা অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয় না তখন আলোর সেই প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন বলে।
    প্রতিফলক পৃষ্ঠ মসৃণ না হলে এরূপ ঘটে। অমসৃণ তলের বক্রতা, রং এবং উপাদানের ওপর এই প্রতিফলন অনেকাংশে নির্ভর করে।






    1. Report
  4. Question:দর্পণের গৌণ অক্ষ কাকে বলে? 

    Answer
    মেরু বিন্দু ব্যতিত দর্পণের প্রতিপালক পৃষ্ঠের উপরস্থ যে কোনো বিন্দু ও বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে অতিক্রম কারী সরলরেখাকে গৌণ অক্ষ বলে।






    1. Report
  5. Question:সমতল দর্পণে আপতিত আলোর কতটুকু প্রতিফলিত হবে তা কিসের ওপর নির্ভর করে? 

    Answer
    সমতল দর্পণে আপতিত আলোর কতটুকু প্রতিফলিত হবে তা নিম্নোক্ত বিষয়সমূহের উপর নির্ভর করে।
    (ক) আপতিত আলো প্রতিফলকের উপর কত কোণে আপতিত হচ্ছে; 
    এবং (খ) প্রথম ও দ্বিতীয় মাধ্যমের প্রকৃতি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd